আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য একটি কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের অবস্থান
Published: 26th, April 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেড’ নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার কারখানার ফটকে সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ মিলাদুল হুদা স্বাক্ষরিত এক নোটিশে আজ শনিবার থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে এবং খুলে দেওয়ার দাবিতে কারখানার পাশে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান নেন শ্রমিকেরা।
কারখানার ফটকে টানানো নোটিশে বলা হয়, ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেডে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে সব বেতন–ভাতা ও ওভারটাইম পরিশোধের পরেও শ্রমিকদের দাঙ্গাহাঙ্গামা, জোরপূর্বক কাজ বন্ধ রাখা ও বেআইনি ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩ (১) অনুযায়ী ২৬ এপ্রিল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা লে-অফ ঘোষণা করা হলো। কারখানা পরিচালনার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ পরে জানানো হবে।’
এদিকে কারখানা বন্ধের প্রতিবাদে ও দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকালে কারখানার পাশে একটি মাঠে অবস্থান নেন শ্রমিকেরা। পরে বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা সেখান থেকে চলে যান। কারখানার শ্রমিকেরা অভিযোগ করেন, মিথ্যা অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক প্রথম আলোকে বলেন, মূলত বেতন নিয়ে সমস্যা। প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। কিন্তু কয়েক মাস ধরে সময়মতো বেতন দিচ্ছে না। প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হয়। গত মার্চ মাসের বেতন চলতি মাসের প্রথম সপ্তাহে পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ একটি সেকশনের বেতন দেয়। বাকিদের ২২ এপ্রিল দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় সবাই কাজ বন্ধ করে দেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য শ্রমিকদের বেতন দেওয়া হয়। আজ (শনিবার) সকালে কারখানার এসে দেখেন কারখানা বন্ধ।
আরেক শ্রমিক বলেন, কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কারখানার পাশের মাঠে অবস্থান নিয়েছিলেন শ্রমিকেরা। মালিকের সঙ্গে কথা বলে কারখানা কবে খুলবে জানাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেতন পরিশোধ নিয়ে কারখানায় উত্তেজনা তৈরি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কারখানা বন্ধের একটি নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকেরা আজ সকালে এসে কারখানা বন্ধ দেখতে পেয়ে পাশের মাঠে অবস্থান নেন। পরে তাঁরা চলে যান। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এই কঠিন সময়ে ঐক্য ধরে রাখা প্রয়োজন: ঢাবি উপাচার্য
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির ঐক্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান।
উপাচার্য বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। এক অর্থে জাতির জন্য এটি একটি ক্রান্তিকাল। এই সময়ে আমাদের ঐক্য ধরে রাখা একান্তই প্রয়োজন।’
আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে নিয়াজ আহমেদ খান এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য পরম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও মমতার দিন। এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁদের সেই চূড়ান্ত আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে।
নিয়াজ আহমেদ খান বলেন, যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ করেছে এবং সাহস জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় জাতি ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।
উপাচার্য আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আজও জাতির ঐক্য ধরে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। একই সঙ্গে ১৯৫২, ১৯৬৮, ১৯৬৯, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন–সংগ্রামে যাঁরা রক্ত ও জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন, তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৫২ থেকে ২০২৪—এর প্রতিটি দিন ও ঘটনাপ্রবাহ জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। এর কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। এ ইতিহাসই যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, আর বর্তমান সময়ে সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন।