আসামিদের নেওয়া হয় রিমান্ডে, স্বীকারোক্তিতে মিলল পিস্তল-গুলি-রামদা
Published: 26th, April 2025 GMT
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলে বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাছের ঘের থেকে শুক্রবার গভীর রাতে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
ওই আসামির নাম পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম। তিনি আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সাদ্দামের নামে মাদকদ্রব্য, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে গত ৮ এপ্রিল রাতে মাছের ঘেরে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সাদ্দাম ও তার সহযোগী আতাউর রহমান রকিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ওসি মাসুদুর রহমান আরও জানান, পরে তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে রকি স্বীকার করেন মাছের ঘেরে টিনের ঘরের পাশে মাটিতে পুতে রাখা বিদেশি পিস্তল রয়েছে। পরে সেখান থেকে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নতুন করে একটি মামলা করা হবে। তদন্ত ও অভিযান চলমান রয়েছে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আসামিদের নেওয়া হয় রিমান্ডে, স্বীকারোক্তিতে মিলল পিস্তল-গুলি-রামদা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলে বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাছের ঘের থেকে শুক্রবার গভীর রাতে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
ওই আসামির নাম পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম। তিনি আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সাদ্দামের নামে মাদকদ্রব্য, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে গত ৮ এপ্রিল রাতে মাছের ঘেরে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সাদ্দাম ও তার সহযোগী আতাউর রহমান রকিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ওসি মাসুদুর রহমান আরও জানান, পরে তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে রকি স্বীকার করেন মাছের ঘেরে টিনের ঘরের পাশে মাটিতে পুতে রাখা বিদেশি পিস্তল রয়েছে। পরে সেখান থেকে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নতুন করে একটি মামলা করা হবে। তদন্ত ও অভিযান চলমান রয়েছে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি।