ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৮১
Published: 26th, April 2025 GMT
ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে অন্তত ২৮১ জন আহত হয়েছেন। রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত বন্দরটি। খবর আল-জাজিরার
ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শনিবার সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। যেটি বন্দর ও সমুদ্র সংস্থার সঙ্গে সম্পর্কিত।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ হয়ে থাকে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বন্দর আব্বাসের উপকণ্ঠে অবস্থিত শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি ইরানের অন্যতম প্রধান কনটেইনার শিপমেন্ট সুবিধা, যেখানে প্রতিবছর প্রায় ৮ কোটি টন (৭২.
হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটি এখনও নিশ্চিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
পলিতে ফেনী নদীর গতিপথ পরিবর্তন, চরের বাঁধে ভাঙন
মিরসরাইয়ে ফেনী নদীতে বিলীন হয়ে যাচ্ছে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্পের (সিডিএসপি) বাঁধ। ভাটি এলাকায় পলি মাটি জমে নদীর গতিপথ পরিবর্তনের কারণে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সড়ক যোগাযোগ এবং ওচমানপুর ও ইছাখালী ইউনিয়নের শত শত মাছের খামার। পুরোদমে বর্ষা মৌসুম শুরুর আগে বাঁধের ভাঙন রোধ করা না গেলে ফসলি কৃষিজমি ও মৎস্য খামারে লবণ পানি ঢুকে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন স্থানীয়রা।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী অলক দাশ বলেন, ‘সিডিএসপি বাঁধের ভাঙনের কথা শুনে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা স্থান পরিদর্শন করেছেন। ভাঙন রোধে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সরেজমিন দেখা যায়, ফেনী নদীয় ওপর তৈরি মুহুরী সেচ প্রকল্পের দুই কিলোমিটার দক্ষিণে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে সিডিএসপি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও বাঁধের অর্ধেকের বেশি অংশ নদীতে তলিয়ে গেছে। কোথাও হয়েছে বড় ফাটল। বাঁধের পূর্ব পাশঘেঁষে রয়েছে শত শত মৎস্য খামার প্রকল্প। বাঁধে ভাঙনের কারণে প্রকল্প মালিকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা।
স্থানীয় লোকজনের মতে, মুহুরী সেচ প্রকল্পের ভাটিতে প্রায় ১,১০০ বর্গমিটার এলাকাজুড়ে পলি মাটির স্তর জমেছে। এতে নদীর প্রবাহ পথ বদলে সোনাগাজীর থাক খোয়াজের লামছিতে ছোট ছোট চর জেগে উঠছে। অপরদিকে মিরসরাই অংশের উত্তর ইছাখালী অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন সময় ভাঙন রোধে ফেনী পানি উন্নয়ন বোর্ড থেকে সিসি ব্লক দেওয়া হলেও সেগুলো নদীতে চলে গেছে। দ্রুত সময়ের মধ্যে সিডিএসপি বাঁধের পশ্চিম পাশে সুরক্ষা ব্লক না বসালে চলতি বর্ষায় এখানকার বাঁধ ভেঙে ওসমানপুর ও ইছাখালী ইউনিয়নের কমপক্ষে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
জানা গেছে, চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্পের (সিডিএসপি) আওতায় মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষা করতে ১৯৯৪ সালে ১১.৫ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি নির্মাণের পর ইছাখালী ও ওসমানপুর ইউনিয়নের মৎস্য চাষিদের ভাগ্যের দুয়ার খুলতে থাকে। সিডিএসপি বাঁধকে ঘিরে গড়ে উঠে শত শত মৎস্য প্রকল্প। এসব মৎস্য প্রকল্পে চাষাবাদ করে ভাগ্য বদলেছে অসংখ্য মানুষের। কিন্তু গত বছরের ভয়াবহ বন্যা ও নদীর জোয়ারে ধীরে ধীরে বাঁধটি বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৩০০ একরের ১০-১৫টি মৎস্য খামার নদীতে বিলীন হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৫-৮৬ অর্থবছরে ফেনী, সোনাগাজী ও মিরসরাই এলাকাকে বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষায় ফেনী নদীর ওপর স্লুইসগেট দিয়ে মুহুরী সেচ প্রকল্প নির্মাণ করা হয়। বর্তমানে সেচ প্রকল্পের কারণে ফেনী নদীর ভাটি এলাকার বিশাল অংশজুড়ে পলি জমায় মুহুরী সেচ প্রকল্প কার্যকারিতাও প্রায় হারাতে বসেছে। এতে চট্টগ্রাম ও ফেনী সীমান্তবর্তী ফেনী নদীর স্বাভাবিক গতিও বদলে গেছে। ফলে ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সিডিএসপি বাঁধ। অথচ এই বাঁধ দেওয়ার পর এখানকার মানুষ আশায় বুক বাঁধে। গড়ে তুলেন শত শত মৎস্য প্রকল্প। কিন্তু সিডিএসপির বাঁধে ভাঙনের ফলে তারা এখন দিশেহারা। ভাঙনের তীব্রতার কারণে অনেকেই মৎস্য চাষ বন্ধ রেখেছেন।
ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভাঙনের কবলে পড়ে বাড়ি ভিটে, কৃষিজমি ও শত শত মৎস্য প্রকল্প নদীতে বিলীন হয়ে যাবে। ভাঙনের স্বল্প দূরত্বে বাস্তবায়িত হতে যাওয়া দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজও কিছুটা ঝুঁকিতে পড়তে পারে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ২০১২ সালের আগস্টে সিডিএসপি বাঁধের কিছু অংশ ভেঙে নদীতে বিলীন হয়। তখন ভাঙা অংশে নদীর প্রবাহ অন্যদিক দিয়ে ঘুরিয়ে বাঁধ নতুন করে নির্মাণ করা হয়।
মিরসরাইয়ের ইছাখালী টেকেরহাট এলাকার মৎস্য চাষি নুরুল মোস্তফা, নজরুল ইসলাম বলেন, ‘সিডিএসপি বাঁধ ঘেঁষে পূর্ব পাশে আমাদের ৮৯ একর আয়তনের মৎস্য প্রকল্প রয়েছে। কিন্তু বাঁধটি ভেঙে যাওয়ায় প্রকল্প হুমকির মুখে পড়েছে। আমরা আপাতত প্রকল্পগুলোয় মাছ চাষ বন্ধ রেখেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘ভাঙনের বিষয়টি জেনেছি। বিষয়টি নিয়ে জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড বাঁধের ভাঙন রোধে কাজ শুরু করবে।’