পেরেজকে ধুঁয়ে দিলেন লা লিগা প্রেসিডেন্ট
Published: 26th, April 2025 GMT
কোপা দেল রে’র রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ পরিচালনা করবেন রেফারি রিকার্ডো বুর্গোস বেনগোচিয়া। এর আগেও রিয়াল মাদ্রিদের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তখন তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যমে তার সমালোচনা করা হয়।
ওই ঘটনার কথা উল্লেখ করেন বুর্গোস একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে উল্লেখ করেন, তার ইমেজ নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। তাকে ‘চোর’ হিসেবে উপস্থাপন করেছে। যে কারণে তার ছেলেকে স্কুলে ‘চোরের ছেলে’ বলা হয়। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এর পরই রিয়াল মাদ্রিদ কোপার ফাইনাল থেকে বুর্গোসকে প্রত্যাহার চায়। তার অধীনে সুষ্ঠু ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলে এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করে যেন, বুর্গোসকে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেতে সরিয়ে দেওয়া হয়। প্রতিবাদস্বরূপ রিয়াল মাদ্রিদ ম্যাচ পূর্ব অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কট করেন।
এই ঘটনায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে রীতিমতো ধুঁয়ে দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তার মতে, রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবলের উন্নতি চায় না, কর্তৃত্ব করতে চায়। ফুটবলের মালিক হতে চান পেরেজ।
তেবাস এক্সে (টুইটার) মনের ক্ষোভের ঝাপি খুলে দিয়ে লেখেন, ‘তিনি (পেরেজ) তেবাসকে পছন্দ করেন না, কারণ তেবাস তার ইচ্ছেমত কাজ করেন না। তার সেফরিনকে (উয়েফা প্রেসিডেন্ট) ভালো লাগে না, কারণ সেফরিন তার কথা মতো চলেন না। লওজানকে (স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট রাফায়েল লওজান) পছন্দ নয়, কারণ লওজান তার দ্বারা প্রভাবিত নন। ধারাভাষ্যকারদের তিনি সহ্য করতে পারেন না, কারণ তারা উনি যা শুনতে চান তা বলেন না।’
ফুটবলের মালিক হওয়ার স্বপ্নে পেরেজ ফুটবলকে ধ্বংস করছেন বলেও মন্তব্য করেন তেবাস, ‘যে সকল সংস্কার প্রস্তাব করা হয়েছিল, তা উনি মানেননি, কারণ তা পছন্দ হয়নি। এখন উনি রেফারিদের পেছনে লেগেছেন। মাদ্রিদ টিভিতে তাদের মুণ্ডোপাত করা হচ্ছে। এতে রেফারিরা প্রতিক্রিয়া দেখানোয় তিনি অনুশীলন বর্জন করছেন, সংবাদ সম্মেলন করবেন না, এমনকি ম্যাচও খেলবেন না। তিনি (পেরেজ) তো কোন অভিযোগ করছেন না, তিনি হুমকি দিচ্ছেন। তিনি ফুটবল রক্ষা করছেন না, সাজা দিচ্ছেন। তিনি ফুটবলের উন্নতি নয় মালিক হতে চান।’
তেবাস দাবি করেছেন, রেফারি বদল চাওয়া পেরেজের কূটকৌশলের অংশ। তিনি চাপ সৃষ্টি করছেন। যাতে রেফারিরা চাপে থাকেন। তেবাস এও বলেন, পেরেজ ফুটবলে যে মাফিয়াবৃত্তি করেন, এটা কিছু ব্যক্তিদ্বারা বৈধ্য প্রমাণের চেষ্টা করেন, সাফাই গাওয়ান এবং এটাকে স্বাভাবিক হিসেবে প্রচার করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জ শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলা এবং ভাঙচুরের মামলায় জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বুলবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগগঞ্জ সদর থানার ইন্সেপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা এবং ভাঙচুরের মামলায় এজাহারনমীয় ৬ নম্বর আসামি শেখ বুলবুল ইসলাম। আজ শনিবার সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
তিনি আরো জানান, শেখ বুলবুল ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/বাদল/মাসুদ