রাজধানীর আগারগাঁও কপিরাইট ভবনে গতকাল সকালে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘আইপি (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি) এন্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।

কপিরাইট সচেতনতা বাড়াতে দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্টার, সাবেক অতিরক্ত সচিব এবং কপিরাইট বোর্ড সদস্য মনজুরুল রহমান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ফরহাদ সিদ্দিক, কপিরাইট রেজিস্টার (যুগ্মসচিব) মিজানুর রহমান। সেমিনারে সংগীত অঙ্গনের একাধিক শিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী, সুরকার ও সুরকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কপিরাইট অফিস থেকে তাদের প্রত্যেককে সংগীত ও শিল্পের সঙ্গে জড়িত সৃজনশীল কর্মগুলো ভবিষ্যতের কথা বিবেচনা করে কপিরাইটের আওতায় আনতে উদ্বুদ্ধ করা হয়। কপিরাইটের সুবিধাগুলোর কিছু কিছু দিক ও অর্থ প্রাপ্তির উপায় ও পদ্ধতিগুলো তুলে ধরা হয় সেমিনারে। 

সেমিনার শেষে দুজন  ব্যক্তি ও  চারটি প্রতিষ্ঠানকে মেধা সম্পদ সুরক্ষা  সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের নিজস্ব ইতিহাস, ঐহিত্য, সংস্কৃতি শিল্পসম্মতভাবে উপস্থাপনার মাধ্যমে মৌলিক চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি.

-কে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা ২০২৪ প্রদান করা হয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম লিঃ-এর পক্ষে সম্মাননা স্বীকৃতি ও ক্রেস্ট গ্রহণ করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) শামস সুমন। তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।

সাহিত্য ক্যাটাগরিতে বিভিন্ন ভাষার সাহিত্য অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে তুলে ধরে অবদানের স্বীকৃতি স্বরূপ ফজলুল করিমকে মরণোত্তর মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২৩ এ উদ্ভাবন ক্যাটাগরিতে টিনিটাস রোগের ডায়াগনোসিসপূর্বক টিনিটাস রোগ সনাক্তকরণে অবদানের জন্য রাফিদ মোহাম্মদ আহসানকে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা প্রদান করা হয়।শিল্পে সম্মাননা পেয়েছে সেভেন ডেইজ নামে একটি প্রতিষ্ঠান এবং সাহিত্যে সম্মাননা পেয়েছে প্রেস ইনস্ট্রিটিউট অব বাংলাদেশ (পিবিআই)। একইসঙ্গে শিশুদের অপসংস্কৃতির প্রভাবমুক্ত করে নিজস্ব সংস্কৃতিতে বেড়ে উঠতে উৎসাহিত করতে বারিন্দ মিডিয়া লিঃ-কে সম্মাননা দেয়া হয়।

 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপস থ রহম ন

এছাড়াও পড়ুন:

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : খেলাফত মজলিস

ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেছেন- নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তার ১০ টির মত প্রস্তাবনা সরাসরি কুরআনের বিধানের সাথে সাংঘর্ষিক। কমিশনের প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে।

মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে।

যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন- আমাদের বক্তব্য স্পষ্ট, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে এবং নারীদের স্বার্থে এই কমিশন বাতিল করতে হবে। কারণ, দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। তারা পরিবার ও সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। পাশ্চাত্য জীবন দর্শনে প্রভাবিত কমিশনের এসব সদস্যরা বাংলাদেশের নারীদের সর্বসাধারণের আদৌ প্রতিনিধিত্ব করেন না।

এরা দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের প্রস্তাবনাসমূহ মেনে নিলে তা হবে ইসলাম ও মুসলিম পরিচয়ের অস্তিত্বের উপর একটি সুপরিকল্পিত আঘাত। কমিশনের এই প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই কমিশন বাতিল ঘোষণা দেওয়া পর্যন্ত সকলকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সম্প্রতি ভারতে ওয়াক্ফ আইন সংস্কারের মাধ্যমে মুসলিমদের সম্পত্তি উচ্ছেদ ও বাজেয়াপ্ত করছে বিজেপি সরকার। কাশ্মীরের মুসলমানদের উপর ফিলিস্তিনের গাজার মত গণহত্যা চালানোর জন্য বিজেপি নেতারা উস্কানি দিচ্ছে। আমরা ভারতীয় মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুত্ববাদের সকল আগ্রাসনের তীব্র নিন্দা জানাই।

ভারত সরকারকে তার নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই। বাদ জুমা খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

২৫ এপ্রিল বাদ জুমআ নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মসজিদের সামনে এসে সমাপ্ত হয়।

সম্পর্কিত নিবন্ধ