কপিরাইট সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত
Published: 26th, April 2025 GMT
রাজধানীর আগারগাঁও কপিরাইট ভবনে গতকাল সকালে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘আইপি (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি) এন্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।
কপিরাইট সচেতনতা বাড়াতে দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্টার, সাবেক অতিরক্ত সচিব এবং কপিরাইট বোর্ড সদস্য মনজুরুল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ফরহাদ সিদ্দিক, কপিরাইট রেজিস্টার (যুগ্মসচিব) মিজানুর রহমান। সেমিনারে সংগীত অঙ্গনের একাধিক শিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী, সুরকার ও সুরকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কপিরাইট অফিস থেকে তাদের প্রত্যেককে সংগীত ও শিল্পের সঙ্গে জড়িত সৃজনশীল কর্মগুলো ভবিষ্যতের কথা বিবেচনা করে কপিরাইটের আওতায় আনতে উদ্বুদ্ধ করা হয়। কপিরাইটের সুবিধাগুলোর কিছু কিছু দিক ও অর্থ প্রাপ্তির উপায় ও পদ্ধতিগুলো তুলে ধরা হয় সেমিনারে।
সেমিনার শেষে দুজন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের নিজস্ব ইতিহাস, ঐহিত্য, সংস্কৃতি শিল্পসম্মতভাবে উপস্থাপনার মাধ্যমে মৌলিক চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি.
সাহিত্য ক্যাটাগরিতে বিভিন্ন ভাষার সাহিত্য অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে তুলে ধরে অবদানের স্বীকৃতি স্বরূপ ফজলুল করিমকে মরণোত্তর মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২৩ এ উদ্ভাবন ক্যাটাগরিতে টিনিটাস রোগের ডায়াগনোসিসপূর্বক টিনিটাস রোগ সনাক্তকরণে অবদানের জন্য রাফিদ মোহাম্মদ আহসানকে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা প্রদান করা হয়।শিল্পে সম্মাননা পেয়েছে সেভেন ডেইজ নামে একটি প্রতিষ্ঠান এবং সাহিত্যে সম্মাননা পেয়েছে প্রেস ইনস্ট্রিটিউট অব বাংলাদেশ (পিবিআই)। একইসঙ্গে শিশুদের অপসংস্কৃতির প্রভাবমুক্ত করে নিজস্ব সংস্কৃতিতে বেড়ে উঠতে উৎসাহিত করতে বারিন্দ মিডিয়া লিঃ-কে সম্মাননা দেয়া হয়।
#####
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জ শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলা এবং ভাঙচুরের মামলায় জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বুলবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগগঞ্জ সদর থানার ইন্সেপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা এবং ভাঙচুরের মামলায় এজাহারনমীয় ৬ নম্বর আসামি শেখ বুলবুল ইসলাম। আজ শনিবার সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
তিনি আরো জানান, শেখ বুলবুল ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/বাদল/মাসুদ