‘নিষিদ্ধ’ তাওহিদ হৃদয় খেলতে নেমে আউট হলেন ৩৭ রানে
Published: 26th, April 2025 GMT
গত কয়েক দিনে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম তাওহিদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁর নিষেধাজ্ঞার শাস্তি এবং সেই শাস্তি বাড়ানো-কমানো নিয়ে আলোচনায় এমনকি আড়াল হয়ে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজও। যেখানে সিলেটে প্রথম ম্যাচটি হেরে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেনের দল।
নিষেধাজ্ঞার শাস্তি পিছিয়ে আগামী মৌসুমের শুরুতে নিয়ে যাওয়ায় আলোচিত সেই হৃদয় আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামতে পেরেছেন। কিন্তু মোহামেডানের স্কোরবোর্ডে খুব একটা পার্থক্য তৈরি করতে পারেননি ‘নিষিদ্ধ’ হৃদয়। মোহামেডানের যখন খুব প্রয়োজন, সেই সময় তিনি আউট হয়ে ফিরেছেন ওয়াসি সিদ্দীকের বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে, তিন চারে ৫৪ বলে করেছেন ৩৭ রান।
হৃদয় যখন আউট হন, ১৮ ওভারে ৯১ রান প্রয়োজন ছিল মোহামেডানের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ২৩৭ রানের জবাবে ৩২ ওভারে মোহামেডানের রান ছিল ৩ উইকেটে ১৪৬। হৃদয়ের আউটের পরপরই ফিরে গেছেন আরিফুল ইসলামও। ফলে সাময়িকভাবে সমস্যায়ই পড়ে যায় মোহামেডান। আরিফুলের আউটের পর অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়েন সাইফউদ্দিন।
আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধামরাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালামপুর ভালুম মাঠে এই খেলার আয়োজন করে তরুণদের সংগঠন ‘বন্ধুমহল’। খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। ফলে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
লাঠি খেলা দেখতে আসা সবার দাবি ছিল এই আয়োজন যেন অব্যাহত থাকে। আয়োজকরা জানান, তারাও চেষ্টা করবেন প্রতি বছর এমন আয়োজন করার।
লাঠিয়াল মো. দেলোয়ার হোসেন বলেন, “বাপ-দাদাকে দেখেছি এই খেলা খেলতে। আমরাও ছোট থেকেই খেলেছি। এখন তেমন কেউ খেলার নেই। আমরা নতুনদের ডেকে খেলার জন্য নিয়ে আসি। তারা এই খেলায় তেমন পারদর্শী না।”
আরো পড়ুন:
চট্টগ্রামে শুরু জব্বারের বলী খেলা
প্রথমবার সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরসঙ্গী হচ্ছেন নারী ক্রীড়াবিদরা
আরাফাত রহমান কোকোর স্মৃতির স্মরণে লাঠি খেলা শেষে ভলিবল খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক। আয়োজনের সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মো. ইয়াছিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।
ইউএনও মো. মামনুন আহমেদ অনীক বলেন, “আয়োজকদের ধন্যবাদ জানাই এমন আয়োজন করার জন্য। আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলা হারিয়ে যাচ্ছে। তরুণদের অংশগ্রহণে এমন আয়োজন আরো বেশি হওয়া উচিৎ। সরকারি পৃষ্ঠপোষকতায়ও আমরা এমন আয়োজন করার চেষ্টা করব।”
ঢাকা/সাব্বির/মাসুদ