হবু মা কিয়ারাকে কোটি টাকার উপহার দিলেন সিদ্ধার্থ
Published: 26th, April 2025 GMT
কিছুদিন আগেই তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছে, সংসারে নতুন অতিথি আসছে। এর পর থেকে কিয়ারাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। জানা গেছে, মা হওয়ার আগেই হাতে থাকা সিনেমাগুলোর শুটিং শেষ করে ছুটিতে যাবেন অভিনেত্রী। তবে এবার কিয়ারা খবরের শিরোনামে স্বামীর কাছ থেকে কোটি টাকার উপহার পেয়ে। খবর হিন্দুস্তান টাইমসের
মা হতে চলা কিয়ারাকে একটি বিলাসবহুল গাড়ি উপহারে দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেই গাড়ি হলো টয়োটা ভেলফায়ার। বলিউডের অনেক তারকাই এই গাড়ি ব্যবহার করেন। গাড়িটি রয়েছে অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খানের কাছে।
জানা গেছে, এই গাড়ির দাম ১ কোটি ১২ লাখ রুপি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মা হতে চলার ঘোষণা করেন অভিনেত্রী। জানান, ‘আমাদের জীবনের বড় উপহার আসছে।’
কিয়ারা ও সিদ্ধার্থ। ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপহ র
এছাড়াও পড়ুন:
সমুদ্রেই বসবাস এই মানুষদের, তাঁদের দেখতেই গিয়েছিলাম মালয়েশিয়ায়
বিবিসির ‘হিউম্যান প্ল্যানেট’ সিরিজের বিরাট ভক্ত ছিলাম। এই ডকুমেন্টারি সিরিজেরই একটি পর্বে বাজাউ সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে প্রথম জানি। সমুদ্রেই তাদের বাস। তাদের নির্দিষ্ট কোনো দেশ নেই। এককথায় সমুদ্রের যাযাবর এসব মানুষ জল আর নীল আকাশের মধ্যে নিজস্ব এক জগতে বাস করে। তাঁরা নাকি হাতে তৈরি কাঠের গগলস পরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই ১৫ মিনিট পর্যন্ত পানির নিচে অবস্থান করে মাছ ধরতে পারে!
তার পর থেকেই নানা সময় বাজাউদের দেখতে যাওয়ার পরিকল্পনা করেছি। গত ঈদুল ফিতরের ছুটিতে শেষ পর্যন্ত পরিকল্পনাটাকে বাস্তব রূপ দেওয়া গেল। দক্ষিণ ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বোর্নিও উপকূলে বিচ্ছিন্নভাবে বাস করে বাজাউরা। বাজাউদের গ্রামে যাওয়ার বিস্তারিত কোনো দিকনির্দেশনা অনলাইনে খুঁজে পাচ্ছিলাম না। এসব গ্রামে ভ্রমণের কোনো প্যাকেজ ট্যুরও এজেন্সিগুলোর নেই। প্রথমে ফিলিপাইনের ম্যানিলা থেকে বাজাউদের গ্রামে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু কয়েক দিনের চেষ্টার পর সেই পরিকল্পনা বাদ দিতে হলো। কারণ, এলাকাটা দুর্গম আর নিরাপত্তাঝুঁকিও আছে। রোমাঞ্চের টানে এই দূর দেশে এসেছি সত্য, কিন্তু নিরাপত্তাঝুঁকি তো আর নিতে পারি না।
বোর্নিও উপকূলে বাজাউদের নুসা তেঙ্গাহ গ্রাম