যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের (e-TC) অনুমতির জন্য অনলাইনে আবেদন চলছে। আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

কিছু তথ্য–

১. কোনো অবস্থাতেই উল্লেখিত সময়ের পর ছাড়পত্রের (e-TC) অনুমতি প্রদান করা হবে না।

২. উল্লেখিত সময়ের পর সব প্রতিষ্ঠানপ্রধানকে কোনো অবস্থাতেই ছাড়পত্রের আবেদনে সুপারিশ/স্বাক্ষর না করার জন্য বলা হয়েছে।

৩.

একটি বিদ্যালয়ে একটি শ্রেণিতে ১৫ জনের বেশি শিক্ষার্থী ছাড়পত্রের (e-TC) মাধ্যমে ভর্তি হতে পারবে না।

৪. অন্য বোর্ড থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের বোর্ডের নিবন্ধন রসিদপ্রাপ্তির পর যশোর বোর্ডে জমা দিতে হবে।

৫. শিক্ষার্থীর বিভাগ ও বিষয় ভর্তি-ইচ্ছুক বিদ্যালয়ে অধ্যয়নের জন্য বোর্ডের অনুমতি থাকলেই ভর্তি করা যাবে।

৬. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করা ভিন্ন অন্য কোনো ব্যক্তি তাঁর পোষ্যকে যুক্তিসংগত কারণ থাকলে ৮০০ টাকা ফি প্রদান করে যশোর বোর্ডের অধীন যেকোনো বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে ছাড়পত্রের (e-TC) অনুমতিপ্রাপ্তির আবেদন করতে পারবেন।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫: পদার্থবিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে২৫ এপ্রিল ২০২৫অনলাইনে আবেদন এবং সোনালি সেবার নিয়ম–

বোর্ডের ভেতরে (e-TC) এবং আন্তবোর্ড বদলি/ছাড়পত্র (e-BTC) অনলাইনে আবেদন এবং সোনালি সেবা করার নিয়মাবলি দেওয়া হলো।

১. যশোর বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে হবে।

২. বাঁ পাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করতে হবে।

৩. প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন হবে।

৪. বাঁ পাশের মেনুবার থেকে e-TC Application থেকে Creat Application মেনুতে ক্লিক হবে।

৫. আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর সোনালি সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফি জমা করতে হবে।

৬. সোনালী ব্যাংকে ফি জমা হলে এবং ভর্তি-ইচ্ছুক বিদ্যালয় কর্তৃক অনলাইনে একই প্যানেল থেকে গ্রহণ করলে (Accept) স্বয়ংক্রিয়ভাবে (e-TC) আবেদন অনুমোদন হয়ে যাবে। অনুমোদনের পর একই প্যানেল থেকে চিঠি প্রিন্ট করা হবে।

৭. আন্তবোর্ড ই-বিটিসির (e-BTC) ক্ষেত্রে ওপরে বর্ণিত একই পদ্ধতি অনুসরণ করতে হবে। তবে ভর্তি-ইচ্ছুক বিদ্যালয় কর্তৃক অনলাইনে (Accept) করার প্রয়োজন নেই।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

আরও পড়ুনবেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার২ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ড়পত র র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি, আবার প্রবেশপত্র ডাউনলোড

প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরির কয়েকটি পদের প্রাক্‌–নির্বাচনী/লিখিত পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরি কয়েকটি পদের প্রাক্‌–নির্বাচনী/লিখিত পরীক্ষা আগামী ২ মে, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অনিবার্য কারণে ক্যাশিয়ার, স্টোরকিপার, সহকারী স্টোরকিপার/সহকারী গুদাম রক্ষক ও ল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল) পদের পরীক্ষার সময়সূচি সংশোধন করা হলো। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার (সব পদ) পদের পরীক্ষার তারিখ ও সময় সূচি অপরিবর্তিত থাকবে।

নতুন সূচি অনুযায়ী, ক্যাশিয়ার পদের পরীক্ষা ২ মে ২০২৫ তারিখ বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত; স্টোরকিপার পদের পরীক্ষা ৩ মে ২০২৫ তারিখ সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত; সহকারী স্টোরকিপার/সহকারী গুদাম রক্ষক পদের পরীক্ষা ৩ মে ২০২৫ তারিখ বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত; ল্যাবরেটরি টেকনেশিয়ান (নিম্ন স্কেল) পদের পরীক্ষা ৩ মে ২০২৫ তারিখ বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫

এসব পদে আবেদনকারীকে (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদ ব্যতীত) পরীক্ষার প্রবেশপত্র প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নিয়োগ পরীক্ষাসংক্রান্ত সব তথ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এ পাওয়া যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালের আগে রিয়ালের শঙ্কা সাম্প্রতিক ফর্ম
  • মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চার্জ কমছে, ১ জুলাই থেকে কার্যকর
  • পাওয়ার গ্রিড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৯৯
  • পাওয়ার গ্রিডে বড় নিয়োগ, পদ ৯৯, অ্যাপিয়ার্ড প্রার্থীর আবেদনের সুযোগ নেই
  • আজ টিভিতে যা দেখবেন (২৬ এপ্রিল ২০২৫)
  • কাশ্মীরে হামলায় পাকিস্তানকে জড়ানোর ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান
  • সরকারি প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯৯, অ্যাপিয়ার্ড প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই (অ্যাপ্রুভ)
  • আজ টিভিতে যা দেখবেন (২৫ এপ্রিল ২০২৫)
  • প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি, আবার প্রবেশপত্র ডাউনলোড