মুশফিক তো একা খেলছেন না, বললেন জাকের
Published: 26th, April 2025 GMT
‘মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন, এখনো করছেন’—জাকের আলি বললেন সেই পুরোনো কথাটাই। তাঁর এই কথায় ভুল নেই। আজও যেমন দলের অনুশীলন বেলা দুইটায়, অথচ মুশফিকুর রহিম মাঠে হাজির ঘড়ির কাঁটায় ১২টা বাজার পরই। একা একাই লম্বা সময় ব্যাটিংও করেছেন। মুশফিককে যাঁরা চেনেন, তাঁরা জানেন, এটা তাঁর জন্য নতুন কিছু নয়।
কিন্তু মূল সমস্যা পরিশ্রমের ফল না আসায়। সব সময়ের মতো পরিশ্রম করে যাচ্ছেন ঠিকই, কিন্তু রান পাচ্ছেন না। শেষ ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই, চার ইনিংস পৌঁছাতে পারেননি দুই অঙ্কেই। ৩৭ বছর বয়সী মুশফিকের ফর্ম নিয়ে তাই আলোচনা চলছে কয়েক দিন ধরেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জাকেরের সংবাদ সম্মেলনও এল প্রসঙ্গটা।
আরও পড়ুনক্রিকেটের ‘মব জাস্টিস’ তাহলে এ রকম৪ ঘণ্টা আগে৯৫ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকের রান না পাওয়াটা চিন্তার কি না, এমন প্রশ্নে উইকেটকিপার–ব্যাটসম্যান জাকেরের উত্তর—‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’
চট্টগ্রামে আজ মুশফিকের ব্যাটিং অনুশীলন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রেম নিয়ে নতুন তথ্য দিলেন মাহি
গেল কয়েক বছরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন সামিরা খান মাহি। সম্প্রতি একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। সমালোচনার মুখেও পড়তে হয়েছে একাধিকবার। বৃহস্পতিবার হঠাৎ মাহি জানান, প্রেমের সম্পর্ক ভেঙে গেছে তার। এরপর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। সেই প্রেম নিয়ে আবারও মুখ খুললেন মাহি। জানালেন সম্পর্ক ভাঙেনি।
সামিরা খান মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমার আর সাদাত সাফি নাবিলের সম্পর্ক ঠিক আছে। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।’
বৃহস্পতিবার ইন্সটাগ্রামে মাহি লেখেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রলড হওয়ার কষ্ট, বোনের বিয়ের দায়িত্বের চাপ, আর নিজের সম্পর্কের টানাপোড়েন-সব মিলিয়ে ভিতরটা একেবারে খালি খালি লাগছে। সত্যি বলতে, খুব ক্লান্ত, খুবই এলোমেলো লাগছে নিজেকে। আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়। জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’