জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আগামীকাল ২৭ এপ্রিল (রবিবার) শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ মে (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.
ভর্তির ফি নির্ধারণ:
বিভিন্ন বিভাগে ভর্তির ফি ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বিভাগগুলোতে ভর্তির ফি (ব্যবহারিক ক্লাসসহ) ১২ হাজার ৪০০ টাকা। বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটগুলোর জন্য ফি ১০ হাজার ৪০০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদের ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসসহ ভর্তি ফি ১২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র:
চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে—
১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র
২. ভর্তি পরীক্ষার ইনভিজিলেটর স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড
৩. অনলাইনে পূরণ করা ভর্তি ফরমের প্রিন্ট কপি
৪. সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ না করলে প্রাপ্ত বিষয়টি বাতিল হয়ে যেতে পারে। তাই, সময়মতো সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/লিমন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জবিতে চূড়ান্ত ভর্তি শুরু রবিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আগামীকাল ২৭ এপ্রিল (রবিবার) শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ মে (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে। ফি পরিশোধের পর শিক্ষার্থীদের ২৭ এপ্রিল থেকে ৬ মে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিভাগীয় কনফারমেশন স্লিপ সংগ্রহ করতে হবে।
ভর্তির ফি নির্ধারণ:
বিভিন্ন বিভাগে ভর্তির ফি ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বিভাগগুলোতে ভর্তির ফি (ব্যবহারিক ক্লাসসহ) ১২ হাজার ৪০০ টাকা। বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটগুলোর জন্য ফি ১০ হাজার ৪০০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদের ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসসহ ভর্তি ফি ১২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র:
চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে—
১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র
২. ভর্তি পরীক্ষার ইনভিজিলেটর স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড
৩. অনলাইনে পূরণ করা ভর্তি ফরমের প্রিন্ট কপি
৪. সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ না করলে প্রাপ্ত বিষয়টি বাতিল হয়ে যেতে পারে। তাই, সময়মতো সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/লিমন/রফিক