খুব বেশিদিন আগের কথা নয়, সকালে চা পান করার সময় হাতে পত্রিকা না পেলে অনেকের যেন দিনই শুরু হতো না। খবরের সেই আবেদন আগের মতোই রয়ে গেছে। শুধু ধরন পাল্টেছে। কাগজের পত্রিকার জায়গায় এসেছে স্ক্রিনে ভেসে ওটা সংবাদ। যাকে আমরা ‘অনলাইন পোর্টাল’ বা অনলাইন গণমাধ্যম বলি।

সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। কাগজে ছাপার জন্য সংবাদের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। রাত ৮টার পরে যত গুরুত্বপ‍ূর্ণ সংবাদই হোক তা ছাপা যেতো না। কিন্তু অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান। বলা চলে, এখন তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠেছে অনলাইন পোর্টালগুলো।

এ কথা মানতেই হবে, অনলাইনে তাৎক্ষণিকভাবে সংবাদ বা তথ্য পাওয়ার সুযোগও যেমন সৃষ্টি হয়েছে, অপরদিকে ভুয়া তথ্য, অপতথ্য বা গুজব ছড়িয়ে পড়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। তথ্যের চাপে বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে। তবে দেশে কিছু অনলাইন গণমাধ্যম নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্যের কারণে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে। যে কারণে অন্তত কোনো সংবাদ বিশ্বাস করার জন্য সাধারণ পাঠক কিছু অনলাইন গণমাধ্যমের ওপর নির্ভর করে।

রাইজিংবিডি ডটকম পথচলার আজ ১২ বছর পূর্ণ হলো। এই এক যুগ ধরে রাইজিংবিডি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং পাঠকের আস্থা ধরে রাখতে পেরেছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, রাইজিংবিডি ডটকম একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল অনলাইন গণমাধ্যম। সকলের ভালবাসা ও অংশগ্রহণের জন্যই রাইজিংবিডি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এটিই আমাদের প্রাপ্তি।

আট বছরের বেশি সময় ধরে আমি এই নির্ভরশীল অনলাইন গণমাধ্যমটির প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করছি। ফলে স্বাভাবিকভাবেই সংবাদের পাশাপাশি পেশাগত কারণেও বিভিন্ন পক্ষের সাথে আলোচনার টেবিলে বসার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেও বলতে পারি, রাইজিংবিডির মূল্যায়ন পেশাদার গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবেই করা হয়। এটি সম্ভব হয়েছে আমাদের সংবাদকর্মীদের পেশাদারি মনোভাব-আচরণ-কাজ, মালিকপক্ষের গণমাধ্যমবান্ধব আচরণ এবং সর্বোপরি বিশাল পাঠক শ্রেণীর আস্থার কারণে।

পাঠকরা আস্থা আনতে পেরেছেন যে, রাইজিংবিডি কারও পক্ষে নয়, দেশের পক্ষে এবং দশের কথা বলে। ইতিবাচক সংবাদের কথা বলে, ইতিবাচক পরিবর্তনের কথা বলে। প্রথম থেকেই সমাজ ও রাষ্ট্রের পক্ষে যা কিছু ভালো তার প্রতি সমর্থন রাইজিংবিডির একটি অনন্য বৈশিষ্ট্য।

২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি কোটি মানুষের প্রিয় সংবাদ মাধ্যম। আজ যুগপূর্তির এ মাহেন্দ্রক্ষণে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। ‘পজিটিভ বাংলাদেশ’ এই স্লোগানে ইতিবাচক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় নিউজপোর্টালটি অবিরাম দায়িত্ব পালন করে যাচ্ছে।

সারাবিশ্বের সর্বশেষ তথ্য যেমন থাকছে, তেমনি মানুষকে সচেতন করতেও সামাজিক দায়বদ্ধতায় কাজ করছে রাইজিংবিডি। আগামীর দিনগুলোতে পাঠকের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় রাইজিংবিডি। ১৩ তম বছরের শুরুর দিনে এটিই আমাদের অঙ্গীকার।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য আম দ র

এছাড়াও পড়ুন:

চবিতে ‘বাঁধন’ এর পথচলা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধন এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ ইউনূস ভবনে বাঁধন চবি ইউনিটের আত্মপ্রকাশ ঘটেছে।

নতুন কমিটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়ামকে আহ্বায়ক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহমেদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন:

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চবি অধ্যাপক 

মহাসড়ক অবরোধ করে অপহৃত চবি শিক্ষার্থীদের মুক্তি দাবি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির ছাত্র উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বায়োকেমিস্ট্রি & মলিকুলার বায়োলজির অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বাঁধনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. শামীম গাজী।

ড. মো. আনোয়ার হোসেন বলেন, “বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাঁধনের রক্তদাতাদের দ্বারা আমি নিজে উপকৃত হয়েছি। তাদের এ ঋণকে শোধ করতে আমার সামর্থ্য থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।”

অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধনের প্রতিষ্ঠাকালীন সময়েই যুক্ত ছিলাম। আজ ২৮ বছর পরেও চবিতে বাঁধনের অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত অনুভব করছি।”

বাঁধন চবি শাখার আহ্বায়ক সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন সারাদেশে এপর্যন্ত ১১ লক্ষের অধিক ব্যাগ রক্তদান করেছে। ঢাবি, রাবি, জাবি, বুয়েট, বাকৃবি সহ সারাদেশে বাঁধনের কার্যক্রম রয়েছে। আজকে চবিতেও যাত্রা শুরু করলো। আমরা রক্তদানে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখব।”

স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ১৯৯৭ সাল থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কাজ করে আসছে।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • রাইজিংবিডির যুগপূর্তিতে ডিআরইউর শুভেচ্ছা
  • যুগপূর্ণ করে গৌরবময় ১৩ বছরে রাইজিংবিডি
  • শিল্পীর ভাবনা
  • ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পীকে চেনেন?
  • চবিতে ‘বাঁধন’ এর পথচলা শুরু