চাঁদপুর সদর উপজেলায় ফ্যানের বাতাসে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনোয়ারা বেগম বালিয়া ইউনিয়নের গুলিয়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

বাহার মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে মনোয়ারা বেগম স্ট্যান্ড ফ্যানের বাতাসে ধান শুকাচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফাইনালের আগে রিয়ালের শঙ্কা সাম্প্রতিক ফর্ম

যে কোন পর্যায়ের ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ মানেই উত্তাপ, মহারণ বা ক্লাসিক ধ্রুপদি। ম্যাচের আগেই মাঠের বাইরে শুরু হয়ে যায় এই রোমাঞ্চকর লড়াইয়ের উত্তেজনা। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। তবে এবারের উত্তাপ যেন স্মরণকালের সবচেয়ে বেশি। যার মূলে এই ম্যাচ পরিচালনাকারী রেফারি!

এই মৌসুমে দুই দল তৃতীয়বারের মতো একে ওপরের মুখোমুখি হতে যাচ্ছে। যেখানে রিয়াল মাদ্রিদ আগের দুই ম্যাচেই লজ্জাজনকভাবে হেরেছে। লা লিগায় ঘরের মাঠে ৪-০ গোলে এবং সৌদি আরবে সুপারকোপার ফাইনালে ৫-২ ব্যবধানে পরাজিত হয় লস ব্ল্যাঙ্কসরা। দুই দল আরও একবার মুখোমুখি হবে দুই সপ্তাহের মধ্যে, সম্ভাব্য লা লিগা শিরোপা নির্ধারক ম্যাচে।

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ৫-১ এগ্রিগেটে হেরেছে। তবে তারা লা লিগায় শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে এসব জয় এসেছে কঠিন পরিশ্রমের মাধ্যমে। সবগুলো ম্যাচেই মাত্র এক গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। যদিও দুটি ম্যাচে আথলেটিক বিলবাও ও গেটাফের বিপক্ষে রিয়ালের কিছুটা উন্নতি চোখে পড়েছে।

আরো পড়ুন:

‘এল ক্লাসিকো’র আগে রিয়ালের মুখোমুখি রেফারি

এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ

বার্সেলোনা তাদের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে চোটের কারণে হারালেও, হানসি ফ্লিকের দলে খুব একটা প্রভাব পড়েনি। ২০২৫ সালে তারা কেবল ডর্টমুন্ডের বিপক্ষে হেরেছে। যদিও তারা দুই লেগ মিলিয়ে সেই দ্বৈরথ জিতেছে। তাদের শেষ তিনটি জয়ও রিয়াল মাদ্রিদের মতোই। সবগুলোতেই মাত্র এক গোলের ব্যবধান। সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ ব্যবধানে এবং লেগানেস ও মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে।

রিয়াল তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ফাইনালে। এদের মধ্যে এদের মিলিশাও এবং দানি কারভাহাল পুরো মৌসুম ধরেই চোটের কারণে স্কোয়াডের বাইরে।  সম্প্রতি এদুয়ার্দো কামাভিঙ্গাও চোট পেয়েছেন। এই ফরাসি মিডফিল্ডারও ২০২৫-২৬ মৌসুমের আগে মাঠে ফিরতে পারবেন না। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, ফেরলান মঁদি, ডভিড আলাবা এবং কিলিয়ান এমবাপ্পে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

গত কয়েক সপ্তাহে বার্সাতেও বেশ কিছু চোট সমস্যা আছে। মার্ক বার্নাল পুরো মৌসুমেই মাঠের বাইরে। অন্যদিকে মার্ক কাসাদোও সম্প্রতি মৌসুম শেষ করে দেওয়া চোটে আক্রান্ত হয়েছেন। লেভানডোভস্কি ও আলেহান্দ্রো বালদেও এই ম্যাচে খেলবেন না। তবে মার্ক আন্দ্রে টের স্টেগেন দীর্ঘদিনের এসিএলের চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন।

রিয়াল মাদ্রিদ পুরো মৌসুমজুড়েই সংগ্রাম করেছে, বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে। তবে, লস ব্ল্যাঙ্কসরা সাধারণত ফাইনাল ম্যাচে ভালো পারফর্ম করে। যদিও তারা শেষ ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছিল।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ