রাইজিংবিডির যুগপূর্তিতে ডিআরইউর শুভেচ্ছা
Published: 26th, April 2025 GMT
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের যুগপূর্তি আজ (২৬ এপ্রিল)। এ উপলক্ষে রাইজিংবিডিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
শনিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক রাইজিংবিডি পরিবারকে শুভেচ্ছা জানান।
ডিআরইউর নেতারা বলেছেন, রাইজিংবিডি ডটকম মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে।
রাইজিংবিডির সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ডিআরইউর নেতারা।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক বিষয়ের প্রতি সমর্থন রাইজিংবিডির
খুব বেশিদিন আগের কথা নয়, সকালে চা পান করার সময় হাতে পত্রিকা না পেলে অনেকের যেন দিনই শুরু হতো না। খবরের সেই আবেদন আগের মতোই রয়ে গেছে। শুধু ধরন পাল্টেছে। কাগজের পত্রিকার জায়গায় এসেছে স্ক্রিনে ভেসে ওটা সংবাদ। যাকে আমরা ‘অনলাইন পোর্টাল’ বা অনলাইন গণমাধ্যম বলি।
সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। কাগজে ছাপার জন্য সংবাদের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। রাত ৮টার পরে যত গুরুত্বপূর্ণ সংবাদই হোক তা ছাপা যেতো না। কিন্তু অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান। বলা চলে, এখন তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠেছে অনলাইন পোর্টালগুলো।
এ কথা মানতেই হবে, অনলাইনে তাৎক্ষণিকভাবে সংবাদ বা তথ্য পাওয়ার সুযোগও যেমন সৃষ্টি হয়েছে, অপরদিকে ভুয়া তথ্য, অপতথ্য বা গুজব ছড়িয়ে পড়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। তথ্যের চাপে বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে। তবে দেশে কিছু অনলাইন গণমাধ্যম নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্যের কারণে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে। যে কারণে অন্তত কোনো সংবাদ বিশ্বাস করার জন্য সাধারণ পাঠক কিছু অনলাইন গণমাধ্যমের ওপর নির্ভর করে।
রাইজিংবিডি ডটকম পথচলার আজ ১২ বছর পূর্ণ হলো। এই এক যুগ ধরে রাইজিংবিডি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং পাঠকের আস্থা ধরে রাখতে পেরেছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, রাইজিংবিডি ডটকম একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল অনলাইন গণমাধ্যম। সকলের ভালবাসা ও অংশগ্রহণের জন্যই রাইজিংবিডি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এটিই আমাদের প্রাপ্তি।
আট বছরের বেশি সময় ধরে আমি এই নির্ভরশীল অনলাইন গণমাধ্যমটির প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করছি। ফলে স্বাভাবিকভাবেই সংবাদের পাশাপাশি পেশাগত কারণেও বিভিন্ন পক্ষের সাথে আলোচনার টেবিলে বসার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেও বলতে পারি, রাইজিংবিডির মূল্যায়ন পেশাদার গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবেই করা হয়। এটি সম্ভব হয়েছে আমাদের সংবাদকর্মীদের পেশাদারি মনোভাব-আচরণ-কাজ, মালিকপক্ষের গণমাধ্যমবান্ধব আচরণ এবং সর্বোপরি বিশাল পাঠক শ্রেণীর আস্থার কারণে।
পাঠকরা আস্থা আনতে পেরেছেন যে, রাইজিংবিডি কারও পক্ষে নয়, দেশের পক্ষে এবং দশের কথা বলে। ইতিবাচক সংবাদের কথা বলে, ইতিবাচক পরিবর্তনের কথা বলে। প্রথম থেকেই সমাজ ও রাষ্ট্রের পক্ষে যা কিছু ভালো তার প্রতি সমর্থন রাইজিংবিডির একটি অনন্য বৈশিষ্ট্য।
২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি কোটি মানুষের প্রিয় সংবাদ মাধ্যম। আজ যুগপূর্তির এ মাহেন্দ্রক্ষণে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। ‘পজিটিভ বাংলাদেশ’ এই স্লোগানে ইতিবাচক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় নিউজপোর্টালটি অবিরাম দায়িত্ব পালন করে যাচ্ছে।
সারাবিশ্বের সর্বশেষ তথ্য যেমন থাকছে, তেমনি মানুষকে সচেতন করতেও সামাজিক দায়বদ্ধতায় কাজ করছে রাইজিংবিডি। আগামীর দিনগুলোতে পাঠকের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় রাইজিংবিডি। ১৩ তম বছরের শুরুর দিনে এটিই আমাদের অঙ্গীকার।
ঢাকা/লিপি