ভারত–পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় আবারও গোলাগুলি
Published: 26th, April 2025 GMT
কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মতো গতকাল শুক্রবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে। পেহেলগামে হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে।
ভারতের সেনাবাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনীর সেনাচৌকি থেকে ‘উসকানিমূলকভাবে’ হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।
ভারতের সেনাবাহিনীর দাবি, গত বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি বাহিনী থেমে থেমে গুলি চালিয়েছিল। তবে ওই ঘটনায় ভারতীয় দিক থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
কাশ্মীর পুলিশের দাবি, ২২ এপ্রিল পেহেলগামে হামলায় তিনজন সন্দেহভাজন সশস্ত্র সদস্য অংশ নেন, যাঁদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। পাকিস্তান এই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন।
এই হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। একইভাবে ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে।
কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি চুক্তি থাকলেও মাঝেমধ্যেই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে থাকে। কাশ্মীর অঞ্চলটি দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘বাহুবলী-২’ সিনেমাকে কেন পিছিয়ে রাখলেন নির্মাতা রাজামৌলি
২০১৫ সালে এস. এস. রাজামৌলির সিনেমা ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর ভারতীয় সিনেমার চিত্রই বদলে যায়। চোখ ধাঁধানো ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য, গভীর অভিনয় আর টানটান গল্প বলার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক স্থাপন হয়েছিল।
প্রায় দুই বছর পর মুক্তি পায় এর সিকুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’- যা বৈশ্বিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হয়ে ওঠে।
‘বাহুবলী ১’-এ দেখানো হয় কীভাবে এক যুবক হঠাৎ জানতে পারে তার রাজপরিবারের উত্তরাধিকারের কথা এবং কীভাবে তার পিতা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। ‘বাহুবলী ২’-তে সেই যুবক প্রতিশোধ নেওয়ার, তার মাকে উদ্ধার করার এবং তার বাবার হারানো সম্মান পুনরুদ্ধারের সংকল্পের গল্প বলা হয়।
২০১৮ সালে জনপ্রিয় ভারতীয় নির্মাতা করণ জোহর তাঁর টক শো কফি উইথ করণ-এ বাহুবলী সিরিজের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানান। তারা হলেন এস. এস. রাজামৌলি, প্রভাস এবং রানা দাগ্গুবতী। র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জিজ্ঞেস করেন, ‘আপনার প্রিয় সিনেমা কোনটি? ‘বাহুবলী-১’ নাকি ‘বাহুবলী-২’?
কিছুক্ষণ ভেবে রাজামৌলি উত্তর দেন, ‘বাহুবলী-১’। তার খোলামেলা ও দ্রুত উত্তর শুনে প্রভাসও অবাক হয়ে যান এবং স্বীকার করেন যে তিনিও জানতেন না রাজামৌলির কাছে প্রথম ‘বাহুবলী’ সিনেমাটিই বেশি প্রিয়। অথচ ভারতের ইতিহাসে ‘বাহুবলী-২’ দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা।
রাজামৌলি ‘বাহুবলী ১’ সিনেমাকে প্রিয় বলার কারণ, সেখানেই প্রথমবারের মতো মহিষ্মতী সাম্রাজ্যের জাদুকরী জগত নির্মিত হয়েছিল। এখানেই অমরেন্দ্র বাহুবলী, বল্লালদেব ও কাটাপ্পার মতো মহাকাব্যিক চরিত্রগুলোর পরিচয় দর্শকদের সামনে আসে।
একজন নির্মাতার দৃষ্টিকোণ থেকে দেখলে, কিছু নতুন করে তৈরি করার আনন্দই আলাদা। সম্ভবত সেই কারণেই ‘বাহুবলী ১’ তার হৃদয়ের সবচেয়ে কাছের সিনেমা। সূত্র: কইমই।