জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের পারফরম্যান্স ভালো হয়নি। সিলেটে প্রথম টেস্ট হেরে সমালোচনার মুখে ক্রিকেটাররা। জাতীয় দলের বাজে পারফরম্যান্স নিয়ে যখন কাটাছেঁড়া হওয়ার কথা, তখন তা আড়াল করতে কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্ম দিয়েছে বিসিবি।
মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে চলছে নাটক। ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ পরিবর্তন করে হৃদয়কে খেলার সুযোগ করে দিয়ে মোহামেডানকে অন্যায় সুবিধা দেওয়া হয়েছে। আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমানের এ অনিয়মের প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হক মনি পদত্যাগ করেছেন। প্রতিবাদস্বরূপ আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও বিসিবির চাকরি ছেড়েছেন।
এ দুই ঘটনায় সমালোচনার মুখে হৃদয়ের শাস্তি পুনর্বহালের সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেখান থেকেও সরে এসেছে বিসিবি। তামিম ইকবালদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে!
আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু জানান, আগামী ডিপিএলে কার্যকর হবে হৃদয়ের এক ম্যাচ নিষেধাজ্ঞা। মোহামেডান ও হৃদয়কে সুবিধা দিতে গিয়ে বিশ্বে নজিরবিহীন ঘটনার জন্ম দিল বিসিবি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গতকাল সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে প্রতিবাদ ও নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে একজোট হন তারা। সভায় ফারুকের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগ ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার।
ফাহিম জানান, সভায় উপস্থিত ক্রিকেটারদের দাবি-দাওয়া ছিল– তাওহীদ হৃদয়ের শাস্তি সুপার লিগে পুনর্বহাল করার বিরুদ্ধে। তামিম ও হৃদয় মোহামেডানের ক্রিকেটার। সুপার লিগে হৃদয়কে মোহামেডানের হয়ে বাকি দুই ম্যাচ খেলার সুযোগ করে দিতেই ‘প্রেশার গ্রুপ’ হিসেবে মিটিং করেন। বিসিবি কর্তাদের ওপর চাপ প্রয়োগ করে সফলও হন তারা।
মোহামেডানের পর ক্রিকেটারদের চাপে নতিস্বীকার বিসিবির নৈতিক পরাজয় কিনা জানতে চাওয়া হলে ফাহিম বলেন, ‘যে সিদ্ধান্ত লিখিত নিয়মের বাইরে যায়, সেটা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। আগের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হলো। পরপর দুটি ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকরের যে বাধ্যবাধকতা ছিল, সেটা না করে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া ছিল ভুল এবং অনিয়ম। আবার সেখান থেকে সরে এলে ক্রিকেটাররাও সুযোগ পেয়েছে বিসিবির ভুল ধরার। আমাদের ব্যর্থতার কারণেই এতকিছু হতে পেরেছে।’
বিসিবি সভাপতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘তার (হৃদয়ের) যে শাস্তিটা ছিল, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল (বৃহস্পতিবার) শুনলাম, তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে, কীভাবে করেছে, এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর, কোনোভাবেই সে আবার বহিষ্কার হতে পারে না। যাকে বিসিবি দুই ম্যাচ খেলতে দিয়েছে, তাকে আবার কীভাবে বহিষ্কার করে?’
মোহামেডানকে অনৈতিক সুবিধা দিতে গিয়ে হযবরল করে ফেলে আম্পায়ার্স বিভাগ। বিসিবির জন্য যেটা নৈতিক পরাজয় বলে মনে করেন ফাহিম, ‘কিছুটা তো বটেই। এ রকম একট পরিবেশ তৈরি হয়েছে যে, কোনো কোনো স্টেকহোল্ডার চাপ প্রয়োগ করে যার যার কাজ আদায় করে নিতে পারে। এটা খুবই দুঃখজনক, এমন একটা পরিবেশের মধ্য আমাদের যেতে হচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে বেরিয়া আসার।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ আম প য় র স কম ট র য গ কর
এছাড়াও পড়ুন:
ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’। অত্যাধুনিক ফিচারে সাজানো এই ট্যাব গ্রাহকদের দিচ্ছে শক্তিশালী স্পেসিফিকেশন, আকর্ষণীয় ডিজাইন এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এক চমৎকার সমন্বয়।
গেমিং, অনলাইন মিটিং বা ক্লাস, বিনোদন কিংবা অফিসের কাজসহ নানান প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য পার্টনার।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত ‘ওয়ালপ্যাড ৯জি’ ট্যাবটিতে ব্যবহৃত হয়েছে হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্জ। এতে রয়েছে ৮.৬৮ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে এবং ৯০ হার্জ রিফ্রেশ রেট, যা গ্রাহকদের দেবে মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
আরো পড়ুন:
ব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ ওয়ালটনের
ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের এআই-সমৃদ্ধ স্মার্ট প্রযুক্তি পণ্যের প্রদর্শনী
এই ট্যাবে গ্রাহকরা পাচ্ছেন ৪ জিবি এলপিডিডিআরফোর র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মালি-জি৫৭ জিপিইউ থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্স হবে আরো উন্নত ও সাবলীল।
ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, ভিডিও কল কিংবা অনলাইন মিটিং ও ক্লাস- সব কিছুর জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ডুয়াল স্পিকার, যা ভিডিও কনফারেন্স কিংবা সেলফির জন্য যথেষ্ট কার্যকর। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ইউএসবি টাইপ-সি পোর্ট। ফলে দ্রুত চার্জে দীর্ঘসময় কাজ করার অভিজ্ঞতা পাওয়া যাবে।
নেটওয়ার্ক ও কানেক্টিভিটির দিক থেকেও ওয়ালপ্যাড ৯জি বেশ পরিপূর্ণ। এতে রয়েছে ২জি, ৩জি ও ৪জি সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, হাইব্রিড সিম স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও রয়েছে জিপিএস, জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর এবং কম্পাসের মতো প্রয়োজনীয় সেন্সর সাপোর্ট।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “আমরা সবসময় গ্রাহকচাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পণ্য বাজারজাত করে থাকি। নতুন ‘ওয়ালপ্যাড ৯জি’ ট্যাবটির কনফিগারেশন এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা গ্রাহকদের জন্য হবে পাওয়ারফুল পারফরম্যান্সে বাজেট ফ্রেন্ডলি সলিউশন। আশা করছি আধুনিক জীবনযাপনে ট্যাবটি গ্রাহকদের জন্য নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।”
বর্তমানে ওয়ালপ্যাড ৯জি ১০% ডিসকাউন্টে মাত্র ১৬ হাজার ৬৫০ টাকায় পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন প্লাজাতে। এছাড়া ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltondigitech.com/products/tablet/android-tab/walpad-9g) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। গ্রে রঙের ট্যাবটির সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও দ্রুত ও নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।
ঢাকা/অগাস্টিন সুজন/ফিরোজ