১১ বছর পর আবার কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ই

তিহাসে এখন পর্যন্ত সাতবার এই কাপ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে বার্সা–রিয়াল। যেখানে রিয়াল ৪ বার এবং বার্সা জিতেছে ৩ বার। এই সাত ফাইনাল উপহার দিয়েছে চিরস্মরণীয় কিছু মুহূর্ত। তেমনই ১০টি ঘটনা নিয়ে এই আয়োজন—

১২০১১ সালের কোপা দেল রে ফাইনালে বার্সাকে হারিয়ে শিরোপা জেতে রিয়াল। খেলোয়াড়েরা যখন বাসের ওপর দাঁড়িয়ে ট্রফিটি প্রদর্শন করছিলেন, সের্হিও রামোসের হাত থেকে কাপটি পড়ে যায় রাস্তায় এবং ভেঙে যায়। ট্রফিটিতে গাড়ির ধাক্কাও লাগে। চূর্ণবিচূর্ণ সেই ট্রফিটি এখন জাদুঘরে প্রদর্শনের বস্তু।২মেস্তায়ায় ২০১৪ সালে কোপা দেল রের ফাইনালের কথা সম্ভবত বার্সেলোনা ও গ্যারেথ বেল ভুলতে পারবেন না। সেদিন ঘণ্টায় ২৭ কিলোমিটার গতিতে ৫৮ মিটার দৌড়ে অবিশ্বাস্য এক গোল করেছিলেন বেল। সেই ফাইনাল রিয়াল জিতেছিল ২–১ গোলে।৩বাহু দেখিয়ে উদ্‌যাপন। এমন উদ্‌যাপনকে বেশ বাজেভাবেই দেখা হয়। কোপা দেল রের ফাইনালে দুবার এমন উদ্‌যাপন দেখা গেছে। ১৯৮৩ সালের ফাইনালে মার্কোস আলোনসোর গোলের পর এই উদ্‌যাপন করেন বার্সেলোনার বার্নড সুস্টার। ২০১১ সালের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের পর একই উদ্‌যাপন করতে দেখা যায় পেপেকে।৪কিংবদন্তি রিয়াল গোলরক্ষক রিকার্ডো জামোরাকে ডাকা হতো ‘দিভিনো’ নামে। ১৯৩৬ সালের ফাইনালে জোসেফ এসকোলার গোলের প্রচেষ্টা ঠেকিয়ে দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন জামোরা। এটিকে ফুটবল ইতিহাসের সেরা সেভগুলোর একটি বিবেচনা করা হয়।৫রিয়াল–বার্সার কোপা দেল রের ফাইনালে প্রথম গোলদাতা হলেন এগুয়েনিও। ১৯৩৬ সালের সেই ফাইনালে রিয়ালের ২–১ গোলের জয়ে ৬ মিনিটে গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড। ফুটবলার হিসেবে সেটি ছিল তাঁর শেষ ম্যাচ। এরপর গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় সব খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ১৯৪৪ সালে ৩৪ বছর বয়সে মারা যান এগুয়েনিও।বার্সা–রিয়াল ম্যাচে এ ধরনের ঘটনা খুব স্বাভাবিক ব্যাপার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

কোপা দেল রে ‘এল ক্লাসিকো’য় স্মরণীয় ১০—মনে আছে কি

১১ বছর পর আবার কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ই

তিহাসে এখন পর্যন্ত সাতবার এই কাপ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে বার্সা–রিয়াল। যেখানে রিয়াল ৪ বার এবং বার্সা জিতেছে ৩ বার। এই সাত ফাইনাল উপহার দিয়েছে চিরস্মরণীয় কিছু মুহূর্ত। তেমনই ১০টি ঘটনা নিয়ে এই আয়োজন—

১২০১১ সালের কোপা দেল রে ফাইনালে বার্সাকে হারিয়ে শিরোপা জেতে রিয়াল। খেলোয়াড়েরা যখন বাসের ওপর দাঁড়িয়ে ট্রফিটি প্রদর্শন করছিলেন, সের্হিও রামোসের হাত থেকে কাপটি পড়ে যায় রাস্তায় এবং ভেঙে যায়। ট্রফিটিতে গাড়ির ধাক্কাও লাগে। চূর্ণবিচূর্ণ সেই ট্রফিটি এখন জাদুঘরে প্রদর্শনের বস্তু।২মেস্তায়ায় ২০১৪ সালে কোপা দেল রের ফাইনালের কথা সম্ভবত বার্সেলোনা ও গ্যারেথ বেল ভুলতে পারবেন না। সেদিন ঘণ্টায় ২৭ কিলোমিটার গতিতে ৫৮ মিটার দৌড়ে অবিশ্বাস্য এক গোল করেছিলেন বেল। সেই ফাইনাল রিয়াল জিতেছিল ২–১ গোলে।৩বাহু দেখিয়ে উদ্‌যাপন। এমন উদ্‌যাপনকে বেশ বাজেভাবেই দেখা হয়। কোপা দেল রের ফাইনালে দুবার এমন উদ্‌যাপন দেখা গেছে। ১৯৮৩ সালের ফাইনালে মার্কোস আলোনসোর গোলের পর এই উদ্‌যাপন করেন বার্সেলোনার বার্নড সুস্টার। ২০১১ সালের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের পর একই উদ্‌যাপন করতে দেখা যায় পেপেকে।৪কিংবদন্তি রিয়াল গোলরক্ষক রিকার্ডো জামোরাকে ডাকা হতো ‘দিভিনো’ নামে। ১৯৩৬ সালের ফাইনালে জোসেফ এসকোলার গোলের প্রচেষ্টা ঠেকিয়ে দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন জামোরা। এটিকে ফুটবল ইতিহাসের সেরা সেভগুলোর একটি বিবেচনা করা হয়।৫রিয়াল–বার্সার কোপা দেল রের ফাইনালে প্রথম গোলদাতা হলেন এগুয়েনিও। ১৯৩৬ সালের সেই ফাইনালে রিয়ালের ২–১ গোলের জয়ে ৬ মিনিটে গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড। ফুটবলার হিসেবে সেটি ছিল তাঁর শেষ ম্যাচ। এরপর গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় সব খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ১৯৪৪ সালে ৩৪ বছর বয়সে মারা যান এগুয়েনিও।বার্সা–রিয়াল ম্যাচে এ ধরনের ঘটনা খুব স্বাভাবিক ব্যাপার

সম্পর্কিত নিবন্ধ