ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। ১৯৫২ সালের এই দিনে দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়ন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। 

বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 

দিনটি উপলক্ষে আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে দেশব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিজস্ব ভবনের একাংশ দখলের প্রতিবাদে আলোকচিত্রীদের সংগঠনের মানববন্ধন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নামের বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংগঠনটির সদস্যরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিজেএ বলেছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তাঁর বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ–এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া দিচ্ছেন।’

অবৈধ দখল ও ভাড়া দেওয়া ছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে ওই বাড়ির দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনটি বলেছে, এ নিয়ে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এতে সংগঠনের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে বিপিজেএ–এর পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আহ্বান জানানো হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েট উপাচার্যের অপসারণ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রপক্ষের
  • নিজস্ব ভবনের একাংশ দখলের প্রতিবাদে আলোকচিত্রীদের সংগঠনের মানববন্ধন
  • ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতির, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত