মুন্সীগঞ্জের আলীপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু। গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মানাবে পার্কের সামনে দুর্ঘটনায় মো. মিরাজ (১৬) নামে এক বন্ধু প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বাকি দুই বন্ধু। 

মিরাজ উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজন হলো তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বাউশিয়া মানাবে পার্কের সামনে সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালের দিকে আলীপুর এলাকা থেকে তিন বন্ধু  মোটরসাইকেলে ঘুরতে বের হন। এসময় বাউশিয়া মানাবে পার্কের সামনে ইউটার্ন করার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিন বন্ধু। আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহতদের মধ্যে মিরাজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানেই মারা যায় মিরাজ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ন বন ধ

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে নিহত ৫

রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।   

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক আম বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হন। 

হতাহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘চার্মিং’ থাকার উপায় জানালেন জয়া আহসান
  • রাঙামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৫
  • রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে নিহত ৫
  • সাতক্ষীরায় বাসচাপায় মা-ছেলে নিহত
  • আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
  • আহতদের বাঁচাতে এগিয়ে আসা সাজ্জাদ বললেন ‘ধর্মের আগে মানবতা’
  • ক্রাচ হাতে, হুইলচেয়ারে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন
  • জাতীয় ইস্যু করার দাবি শ্রম সংস্কার কমিশনপ্রধানের
  • রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন