দিনাজপুরের হাকিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হিলি-বিরামপুর সড়কের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিপি মুন্সীপাড়ার মৃত আকবর মুন্সীর ছেলে দুখু (২৯), ভুট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুরের সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), মৃত রহমত আলীর ছেলে জনি (২৮), ইদুল আলীর ছেলে বাপ্পী (২৮), রাজধানী মোড়ের মৃত আসার উদ্দিনের ছেলে আলম (৩২) ও আসার উদ্দিনের ছেলে বাবু (২৫)।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে হিলি-বিরামপুর সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছুরি, হাসুয়া, রড ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

আরো পড়ুন:

মায়ের বিরুদ্ধে দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ঢাকা/মোসলেম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিকস, ৬৩ বোতল মদ ও ১৮ বোতল বিয়ার জব্দ করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কালিগ্রামের অধির বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুর জেলার বোয়ালমার থানার কালিনগরের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার তেলাটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটককৃতদের মধ্যে ৪ জন নারী রয়েছেন।

আরো পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে তিন কলেজ

টিকটকে বিরোধ: যশোর থেকে কালীগঞ্জে গিয়ে ২ কিশোরকে ছুরিকাঘাত 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার উথুলি, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহ সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
  • ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক