কালিয়াকৈরের বাহেরচালা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। কয়েক বছর ধরে তাঁর গ্রামের লোকজন অভিযোগ করছে, ভেনিস অব বেঙ্গল প্রোপার্টিজের স্বপ্নপুরী আবাসন প্রকল্পের নামে তাদের জমি দখল করা হচ্ছে। এসবের প্রতিবাদ করেন আব্দুর রহমানও। এতে ক্ষিপ্ত হয়ে কোম্পানির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কয়েক মাস আগে কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলা দেওয়া হয়। গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুর রহমান। 
গতকাল শুক্রবার উপজেলার পাঁচ শতাধিক গ্রামবাসী মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে বক্তব্য দিতে এসে এসব কথা বলেন আব্দুর রহমান। 
অন্য বক্তারা অভিযোগ করেন, ভেনিস অব বেঙ্গল প্রোপার্টিজের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা বাহেরচালার এক ব্যক্তির কাছ থেকে কয়েক 
শতাংশ জমি কিনে দখলে নেন। পরে ওই জমির আশপাশের জমি অল্প দামে কেনার পাঁয়তারা 
শুরু করে কোম্পানিটি। এতে ব্যর্থ হয়ে জোর 
করে পছন্দের জমি দখল করে নেয়। এর প্রতিবাদ করা হলে একজনের নামে দুটি চাঁদাবাজির মামলা করা হয়েছে। 
বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, ভেনিস অব বেঙ্গল প্রোপার্টিজের লোকজন জোর করে খাইলসাজানি মৌজার ১১০ শতাংশ জমি দখল করে মাটি ভরাট করেছে। এর প্রতিবাদ করায় গত মার্চে কালিয়াকৈর থানায় সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। এতে তাঁকে আসামি করা হয়। তারা ওই কোম্পানির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ।
শুক্রবারের মানববন্ধনে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও দখল করা জমি ফেরতের দাবি জানানো হয়। এ সময় পাঁচ শতাধিক নারী-পুরুষ আঞ্চলিক সড়কটি ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে যানজট দেখা দেয়। 
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, তাহের আলী, নুসরাত জাহান, হাজী আব্দুর রহিম প্রমুখ। বাহেরচালার বাসিন্দা আলমাছ মিয়া বলেন, তিনি পেশায় কৃষক। কোম্পানিটি  তাঁরসহ অংশীদারদের প্রায় ১৬০ শতাংশ জমি নিয়ে গেছে। আলমাছের ভাষ্য, ‘দাম চাইতে গেলে মারতে আসে। তারা টাকাও দেয় না, জমিতে ফসল চাষ করতেও দেয় না। আমরা গরিব কৃষক, কী করব বুঝতে পারছি না।’ 
জমি দখলের অভিযোগ অস্বীকার করেন স্বপ্নপুরী আবাসন প্রকল্পের ব্যবস্থাপক আব্দুস সামাদ। তাঁর দাবি, ‘আমরা কারও জমি দখল করি নাই। আমাদের দখলে যে জমি রয়েছে, তা গ্রামবাসীর কাছ থেকে কেনা। গ্রামবাসীর নামে চাঁদাবাজির মামলা করেছেন কোম্পানির মালিক, তা আমার অজ্ঞাতসারে করেছেন। আমি মামলা-হামলার পক্ষে নই।’
কালিয়াকৈর থানার ওসি মো.

রিয়াদ মাহমুদ বলেন, ওই গ্রামের সাতজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলার তথ্য জানেন। সেটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী ইবি কর্মকর্তার বহিষ্কার দাবি

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত কর্মকর্তা হলেন, ইবির আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাব রেজিস্ট্রার মোজাম্মেল হক।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

নারী কমিশনের সুপারিশ প্রত্যাহার দাবি ইবি শিক্ষার্থীদের 

রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি ইবির কর্মকর্তার, বহিষ্কার দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, মহান আল্লাহ স্বয়ং মহানবী (সা.) এর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সমস্ত পৃথিবীর রহমত স্বরূপ তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এ রকম এক মহামানবকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কটূক্তি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

বক্তারা আরো বলেন, কোনো ধরনের তদন্ত কমিটি গঠন বা কোন নাটক মঞ্চস্থের মধ্যে দিয়ে বিচারকে বিলম্বিত করা যাবে না। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই মোজাম্মেলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত করতে হবে।

মোজাম্মেল হককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মোজাম্মেল হক ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নবী-রাসুলদের নিয়ে কটূক্তি করে আসছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর। পরে তারা তাকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।পুলিশ মৌখিক মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগের নিকট তার বহিষ্কারের দাবি জানালে তদন্তে কমিটি গঠন করে বিভাগটি।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • থানার পাশে অবৈধ বালুমহাল, ওসির প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা
  • রেজিস্ট্রারের অসদাচরণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার দ্রুত খোলার দাবি জানাল বায়রা
  • ফেনীতে একাধিক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
  • রাতে বালুর ট্রাকের টাকা গুনে নিচ্ছে পুলিশ
  • প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, স্কুলে তালা
  • গুম শিক্ষার্থীদের ফেরত দাবি জবি হিউম্যান রাইটস সোসাইটির
  • রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী ইবি কর্মকর্তার বহিষ্কার দাবি