কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার নিন্দা উদীচীর
Published: 25th, April 2025 GMT
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার উদীচী এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়া নিরীহ পর্যটকদের ওপর এ ধরনের হামলা প্রকৃতপক্ষে মানবতার ওপর হামলা।
গত মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বৈসারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নিহত ব্যক্তিদের একজন ছাড়া সবাই ভারতীয়। নিহত একমাত্র বিদেশি পর্যটক নেপালের নাগরিক।
উদীচী বলেছে, ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ চলছে। বেশ কয়েকবার যা রক্তক্ষয়ী সংঘর্ষেও রূপ নিয়েছে। এ ছাড়া কাশ্মীরে বেশ কিছু জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন সক্রিয়, যাদের পেছনে পাকিস্তানের সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ ভারতের। বিভিন্ন সময় সেসব সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে, যার সবশেষ উদাহরণ পর্যটকদের ওপর হামলা।
উদীচী বলেছে, জন্মলগ্ন থেকেই যেকোনো ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার উদীচী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুকে ঘিরে উপমহাদেশের কোথাও নতুন করে যেন সাম্প্রদায়িকতা বা সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সব ধরনের সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে উদীচী।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং বাতিল
ভারতের জম্মু–কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তা–শঙ্কায় ভুগছেন পর্যটকেরা। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু-কাশ্মীরগামী প্রায় ৯০ শতাংশ বুকিং বাতিল করে দেওয়া হয়েছে।
কনাট প্লেসের আউটার সার্কেলে অবস্থিত শঙ্কর মার্কেটের সোয়ান ট্রাভেলার্স নামের একটি ট্রাভেল সংস্থার কর্ণধার গৌরব রাঠি জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫ জন পর্যটক জম্মু ও কাশ্মীরে ভ্রমণ বাতিলের অনুরোধ করেছেন।
গৌরব আরও জানান, অধিকাংশ পর্যটক আগামী মাসে কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন তাঁরা বুকিং বাতিলের অনুরোধ করছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী পর্যটকদের ওপর গুলি চালায়। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৬।