Samakal:
2025-04-25@23:14:18 GMT

মুচকুন্দ ফুল দেখতে যেমন

Published: 25th, April 2025 GMT

মুচকুন্দ ফুল দেখতে যেমন

বেশ ক’বছর ধরে গাছটিতে ফুল ফুটছে। এবারের সংখ্যাটি বেশি। গাছটি বেশ লম্বা ও উঁচু। গাছে ফোটা ফুলের যে সৌন্দর্য তা তেমন চোখে পড়ে না। তবে নিচে পড়ে ভরে থাকে গাছতলা। সেখানে অন্যরকম একটা সৌন্দর্য বিরাজ করে। তবুও নতুনত্বের খোঁজে গাছটির ওপর অংশে তাকাই মাঝেমধ্যে। বাদামি হলুদ রঙের ফুল। ফুলের কলি আঙুলাকৃতির, দীর্ঘ গোলাকার। দারুণ স্বতন্ত্র এক ঘ্রাণ ছড়ায়। প্রথম প্রথম এ ফুল দেখে মনে হয়েছিল এটি এক ধরনের শিমুল ফুল। নাম বা পরিচয় অচেনা থেকে গেলেও এ যে শিমুল ফুল নয়, পরবর্তী সময়ে এ বিভ্রান্তি কেটে যায়। আবার গাছ দেখে বুদ্ধ নারকেল গাছও ধারণা করা হয়েছিল। জানতে পারি, তাও নয়। তবে জানার কৌতূহল থেকে যায়।
ফুল ফুটলে পরিচয় মিলে যায়। নাম তার মুচকুন্দ ফুল। আমার বাবা গাছটি লাগিয়েছিলেন। আশপাশের সব গাছকে ছাড়িয়ে বেশ লম্বা হয়েছে। ফুলের খোঁজে গাছটির ওপর অংশে তাকাই মাঝেমধ্যে।
বিখ্যাত শিল্পী এসএম সুলতানের প্রিয় ফুল ছিল মুচকুন্দ চাঁপা। জানা যায়, গৌতম বুদ্ধ জ্ঞান লাভের ষষ্ঠ সপ্তাহে এ বৃক্ষের নিচে বসে ধর্ম ও দর্শন সম্পর্কে ভাবনা করেছিলেন। মুচকুন্দ দীর্ঘাকৃতির চিরসবুজ বৃক্ষ। বাকল ধূসর ও মসৃণ। পাতা বেশ বড়, আয়তনে অনেকটা সেগুন পাতার মতো গোলাকার। পাতার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো পাতার এক পিঠ উজ্জ্বল সবুজ ও মসৃণ, অন্য পিঠ রুক্ষ-রোমশ ও সাদাটে ধূসর। ফুল ফোটার মৌসুম বসন্ত থেকে পুরো বর্ষাজুড়ে। গাছ উঁচু লম্বা ও পাতা বড় এবং ঝোপের মতো হওয়ায় ফুল যেন আড়ালে থাকতেই পছন্দ করে। যখন ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে এবং বাসি ফুল ঝরে পড়ে, তখন সুঘ্রাণ ও ফুলভর্তি গাছতলা যেন বলে দেয় মুচকুন্দ ফুল ফুটেছে। ফুলের কলি আঙুলাকৃতির, দীর্ঘ গোলাকার ও বাদামি হলুদ রঙের। প্রস্ফুটিত মুচকুন্দের পাঁচটি মুক্ত বৃত্যাংশ মাংসল ও রোমশ। শুকনো ফুলের গন্ধও অনেকদিন পর্যন্ত অটুট থাকে। পাপড়ির রং দুধসাদা, বেশ কোমল ও ফিতা-আকৃতির। ঝরা ফুলের পাপড়ি অনেকটা সোনালি রং ধারণ করে। পরাগচক্র সোনালি সাদা, একগুচ্ছ রেশমি সুতার মতো নমনীয় ও উজ্জ্বল। 
মুচকুন্দের কাঠের দীর্ঘ স্থায়িত্বের জন্য খ্যাতি আছে। এটি ফেলনা নয়। একসময় মুচকুন্দের পাতায় তামাক, লবণ ও গুড় বিক্রি হলেও আজ ওসবে ব্যবহার নেই। আজকাল শুকনো পাতা জ্বালানি হিসেবে ব্যবহার হয়। মুচকুন্দর ভেষজ গুণ রয়েছে বেশ। জানা যায়, এর বাকল ও পাতা হাত-পা জ্বালাপোড়া, পাণ্ডু, চুলকানি, কাশি, ব্রণ, বসন্ত প্রভৃতি রোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়। আবার ফুল ব্যবহার হয় জীবাণু ও কীটনাশক হিসেবে। আজকাল বাংলাদেশের কোনো কোনো জায়গায় দেখা গেলেও এ গাছের আদিনিবাস হিমালয়ের পাদদেশ, মিয়ানমার, আসাম, সিলেট ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল।
মুচকুন্দ বংশবিস্তার বীজের মাধ্যমে হয়ে থাকে। ফুল ঝরে গেলে সেখানে বীজ হয়। ফল ডিম্বাকৃতির, আকারে কিছুটা বড় ও শক্ত ধরনের। দেখতে অনেকটা মেহগনি বীজের মতো।
মুচকুন্দকে মুসকুন্দ চাঁপাসহ অঞ্চলভেদে বেশ কিছু নামে ডাকা হয়। যেমন– মুছকুন্দা, মুসাকান্ত, মুচিকানি, মুছিকানি, মুচিলিন্দ।
আবার কেউ কেউ মুচকুন্দকে কনকচাঁপা বা কাঠচম্পাও বলেন। বসন্তে ফোটে মুচকুন্দ ফুল, দেখতে যেন আধখানা খোসা ছড়ানো কলা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

চলতি বছরে ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে: ডিএনসিসি প্রশাসক

চলতি বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা'য়  ‘পরিবেশ বাঁচাও’ শিরোনামে প্রখ্যাত চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ডিএনসিসি এলাকার সব রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও সব পাবলিক স্পেসে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এই বছর আমরা ৫ লাখ বৃক্ষরোপণ করবো। এই বৃক্ষরোপণে কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে, পরিবেশ রক্ষায় কাজ করে এমন সংগঠনকে সম্পৃক্ত করা হবে।’

তিনি বলেন, ‘ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতিদিন ময়লা পরিষ্কার করছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো ঢাকার রাস্তায়, ফুটপাতে, মাঠে, পার্কে, খালে, ড্রেনে প্রতিটি জায়গায় এতো বেশি ময়লা, যা সংগ্রহ করতে করতে সিটি কর্পোরেশনের কর্মীরা টায়ার্ড হয়ে যায়। মানুষ ঢাকা শহরে নির্বিচারে যত্রতত্র ময়লা ফেলে দেয়। পরিচ্ছন্ন ঢাকা গড়তে হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের কর্মীদেরও আরও দক্ষতার সঙ্গে পরিচ্ছন্নতার কাজ করার জন্য সচেষ্ট হতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।’

মোহাম্সদ এজাজ বলেন, ‘অনেক জায়গায় দেখা যায় ময়লা এসটিএসে (সেকেন ট্রান্সফার স্টেশন) না ফেলে খালে, বিলে ফেলে দিচ্ছে। অনেকে রান্না ঘরের জানালা দিয়ে ময়লা ফেলে দিচ্ছে। এর ফলে শহর নোংরা হচ্ছে, আমরা নিজেরা নিজেদের বাড়িঘর নোংরা করছি পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করছি। বাসাবাড়ির এসব ময়লা বিশেষ করে প্লাস্টিক, পলিথিনে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হয়৷ এতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো বন্ধ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ঢাকা শহরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বড় অংকের মুনাফার জন্য পরিবেশের ক্ষতি করেছে। তাদের দখলেই গেছে খাল, বন। আমরা গত সরকারের আমলে প্রাণ বিনাশী উন্নয়ন দেখেছি। আমাদের লেখক, শিল্পী, সাংস্কৃতিকদের প্রাণ বিনাশী ক্ষতির বিরুদ্ধে কথা বলতে হবে। এমন কোন উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না যে প্রকল্প মানুষের জীবন বিপন্ন করে, প্রাণ বিপন্ন করে, নদী বিনষ্ট করে, বাতাস দূষিত করে।’

পরে ডিএনসিসি প্রশাসক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।

সম্পর্কিত নিবন্ধ