ওয়াক্ফ আইনের বিরোধিতায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ মুলতবি
Published: 25th, April 2025 GMT
ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াক্ফ আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে আন্দোলন করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সংগঠনটি এরই মধ্যে বিভিন্ন জায়গায় ছোট-বড় কিছু সমাবেশও করেছে। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পরিপ্রেক্ষিতে তারা বর্তমানে তিন দিনের শোক পালন করেছে। তবে আগামী শনিবার বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বড় সমাবেশের ডাক দিয়েছিল ল বোর্ড। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তা মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশ মুলতবির কথা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। পরে নতুন তারিখ জানানো হবে।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিচালনা করে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। ল বোর্ডকে শনিবার সমাবেশ করার অনুমতি না দেওয়া প্রসঙ্গে সেনাবাহিনীর তরফে কেন্দ্রের আইনজীবী জানান, আগামী রোববার পর্যন্ত ব্রিগেডে সেনাবাহিনীর নিজস্ব অনুষ্ঠান রয়েছে। তাই এই সময়ে সেখানে অন্য কোনো পক্ষের কোনো অনুষ্ঠান বা সমাবেশ করার সুযোগ নেই।
সেনাবাহিনীর অনুমতি প্রত্যাখ্যানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ল বোর্ড। আজ মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে। আদালতও সমাবেশ মুলতবির পক্ষে রায় দিয়েছেন। তবে সুবিধামতো সময়ে পরে সমাবেশ করা যাবে বলে জানিয়েছেন।
কাশ্মীরের হামলার প্রসঙ্গ টেনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বাদীদের বলেন, ‘আগামী তিন দিন ব্রিগেডে মিটিং–মিছিল বন্ধের নির্দেশ আছে। তাই আপনারা সাত দিন পরে সেখানে জমায়েত করুন।’
একই সঙ্গে কী কারণে ব্রিগেডে শনিবার সমাবেশ বা মিছিল করা যাবে না, তা বাদীপক্ষকে ই-মেইল মারফত জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেনাবাহিনীকে বিষয়টি ল বোর্ডকে জানাতে হবে। প্রয়োজনে ল বোর্ডের আইনজীবী ফিরদৌস শামিমকে নতুন করে মামলা করারও পরামর্শ দিয়েছেন বিচারপতি।
এদিকে ওয়াক্ফ আইনবিরোধী অনেকগুলো মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। এই অবস্থায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে দেওয়া যায় কি না, সেনাবাহিনীর তরফে কেন্দ্রের আইনজীবী সেই প্রশ্নও তুলেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ময়দানে প্রায় ৫০ হাজার মানুষ সমবেত হবেন বলে তথ্য আমাদের হাতে এসেছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, ৫০ হাজার নয়, উদ্যোক্তারা মনে করেন সমাবেশে কয়েক লাখ মানুষ আসতে পারেন। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের সমস্যা হতে পারে।’
ল বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভ্রান্ত হবেন না, ধৈর্য ধরুন। গাড়ি ভাড়া করে থাকলে তা বাতিল করবেন না। গাড়ির মালিকদের বিষয়টি জানান।’ প্রসঙ্গত, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতের মুসলিম সমাজের নিজস্ব আইনকানুন এবং শরিয়াহ বিষয়ক আইনকানুন দেখভালের দায়িত্বে থাকা প্রধান বেসরকারি সংস্থা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি
তুরস্ক সফরে গেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্ক সফর শেষে প্রধান বিচারপতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাবেন।
দেশ দুটিতে অনুষ্ঠেয় দু’টি পৃথক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। খবর-বাসস
তিনি বলেন, ‘তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি কাদির ওজকায়া তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণপত্র পাঠান। সফরে প্রধান বিচারপতি শুক্রবার ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।
এছাড়া প্রধান বিচারপতি ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত ‘ক্লাইমেট জাস্টিস অ্যান্ড দ্য কনস্টিটিউশন: রিফ্লেকশনস ফ্রম দ্য গ্লোবাল সাউথ’-শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। এতে ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
প্রধান বিচারপতি ২৮ এপ্রিল সকালে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।