সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী থেকে এক পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার শ্রীপুর পাথর কোয়ারি এলাকার ১২৮০ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে গেলেও শুক্রবার বিকেলে নিশ্চিত করেছে বিজিবি।

শ্রমিক এখলাস উদ্দিন (২৭) উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাত্তি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তিনি একসময় মোটর মেকানিক ছিলেন। কাজ না পেয়ে সম্প্রতি বালু পাথর সংগ্রহের কাজ শুরু করেন।

স্থানীয়রা জানিয়েছেন, বাংলাবাজার এলাকার বালুঘাট হতে বারকি নৌকা নিয়ে সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারিতে যাওয়ার পথে কয়েকটি বারকি নৌকাকে ধাওয়া করে বিএসএফ। অন্য নৌকা শ্রমিকরা নিরাপদে চলে গেলেও এখলাছ উদ্দিন পারেননি। তাকে নৌকাসহ বিএসএফ ধরে নিয়ে যায়। 

বিজিবি-৪৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। কিন্তু তারা জানিয়েছে আটক এখলাছ উদ্দিনকে ভারতের ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি ডাউকি পুলিশের হেফাজতে রয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

ভারতে মারধরের শিকার দুই বাংলাদেশিকে ফেরত, দেশে ফিরে কারাগারে

ভারতে মারধরের শিকার দুই বাংলাদেশি কৃষককে রোববার দেশে ফিরিয়ে আনা হয়েছে। পরে সোমবার ভারত সীমান্তে অনুপ্রবেশের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।

ভুক্তভোগীদের স্বজনরা জানান, তোফাজ্জল ও জামাল মিয়া গত ১২ এপ্রিল সকালে গ্রামের পাশে কৃষিকাজ করতে গিয়ে ভুলে ভারতের পশ্চিম ত্রিপুরা সিদাই এলাকায় ঢুকে পড়েন। এ সময় সেখানকার লোকজন তাদের আটক করে মারধর শুরু করেন। এ ঘটনার ভিডিও চিত্র সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে দেখা যায়, দুই বাংলাদেশিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হচ্ছে এবং তাদের একজন ভারতীয় নিরাপত্তা সদস্যের পায়ে পড়ে সাহায্য চাইছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আহত অবস্থায় তাদের উদ্ধার করে। এরপর রোববার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে ‘ভারতে অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়। 

বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে প্রস্তাব দেয় বিজিবি। পরে বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের সঙ্গে রোববার বিকেলে পতাকা বৈঠক করেন। ওই দিন সন্ধ্যায় আটক বাংলাদেশি তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করেন। তারা ভারতে অনুপ্রবেশ করায় তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ভারতে আটক দু’জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মাধবপুর থানায় মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • পেঁয়াজ সংরক্ষণের উন্নত পদ্ধতি
  • আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
  • আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
  • আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
  • বিএসএফের এক সেনাকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স
  • বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স
  • ক্ষুদ্র উদ্যোগে সুযোগের বৈষম্য দূর করতে হবে
  • অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ
  • ভারতে মারধরের শিকার দুই বাংলাদেশিকে ফেরত, দেশে ফিরে কারাগারে