নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে আগামী ৩ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হেফাজতের জেলা ও মহানগরের গণজমায়েতে এ সময় দিয়ে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, কমিশনের প্রস্তাব বাতিল করা না হলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কারণ কমিশনের অনেক প্রস্তাব ইসলাম, কোরআন-সুন্নাহবিরোধী।

কমিশনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার কমিশনের সুরে কোরআন-সুন্নাহবিরোধী অবস্থা নিলে তাদের সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ করবে না হেফাজত। কোরআন-সুন্নাহ পরিপন্থি কোনো কাজ তৌহিদি জনতা মানবে না। প্রয়োজনে রাজপথে নেমে আমরা প্রতিবাদ জানাব।

হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে গণজমায়েতে বক্তৃতা করেন সংগঠনের নায়েবে আমির আহমদ আলী, আবদুল কাদির, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবি, সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ প্রমুখ।

গণজমায়েত থেকে ফ্যাসিবাদ আমলের মিথ্যা মামলা প্রত্যাহার, গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম হত্যা-নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ম ন ল হক

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত “১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ” উপলক্ষে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শতাধিক নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে উপজেলার মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে এই গণসংযোগ করেন।

উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ওমর ফারুক প্রমুখ। 

এ সময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন।

এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত
  • মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন 
  • নারী কমিশন কর্তৃক প্রস্তাবনা প্রত্যাখান করতে মামুনুল হকের আল্টিমেটাম
  • সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ভলিবল ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ
  • ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু
  • ‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি
  • শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নদী ভাবনা
  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ