রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৯ মামলার পলাতক আসামি বিল্লাল হোসেনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। একটি ছিনতাইয়ের মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া বিল্লাল গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন সমকালকে জানান, মতিঝিল থানার ২০১৪ সালের একটি ছিনতাই মামলায় দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল হোসেন ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্লালের বিরুদ্ধে শাজাহানপুর ও মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগে ৯টি মামলা আছে। সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে পাঁচটি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই ছ নত ই

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ইমাম আটক

কুমিল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই জামে মসজিদ সংলগ্ন কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা হাবিব উল্যাহ নামে মসজিদের ইমামকে ধরে পুলিশে সোপর্দ করেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজালা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে।

ওই শিশুর স্বজন ও স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে লোলাই জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন হাবিব উল্লাহ। পাশাপাশি তিনি প্রতিদিন সকালে গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষা দেন। মসজিদের পাশেই হুজুরের শয়নকক্ষ। সকালে ওই শিশুর এক আত্মীয় শিশুটিকে খুঁজতে হুজুরের কক্ষে যান। সেখানে গিয়ে দেখেন মেয়েটির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছেন হুজুর। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিব উল্যাহ নামের একজন ইমামকে এলাকাবাসী ধরে দুপুরে পুলিশে সোর্পদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমাম অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগি শিশুটির বাবা নেই। মা ভিক্ষা করেন। এ ঘটনায় মামলার পর শনিবার ধর্ষণ চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ