এশিয়ান হকি ফেডারেশন কাপের (এএইচএফ কাপ) সেমিফাইনালে ওমানের কাছে হেরে এশিয়া কাপ হকির মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকতে হচ্ছে লাল-সবুজকে।

শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে রুদ্ধশ্বাস এক ম্যাচে বাংলাদেশ ৫-৪ গোলে পরাজিত হয় ওমানের কাছে। টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার আর ফাইনালে উঠতে পারলো না, সেই সঙ্গে হারাল এশিয়া কাপে খেলার সুযোগও।

অন্যদিকে, চাইনিজ তাইপের সঙ্গে এশিয়া কাপে খেলার টিকিট পেয়ে গেল ওমান। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ নেবে এই দুটি দল। বাংলাদেশ এখন শুধু তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামবে কাজাখস্তানের বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছিল। ৮ মিনিটে লিড নেয় ওমান। তবে পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান সোহানুর রহমান সবুজ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলে লিড নেয় বাংলাদেশ, সেটিও আসে পেনাল্টি কর্নার থেকে। তবে ওমান আবারও ফিরে আসে ম্যাচে। তারা একে একে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ওমান গোল করে ব্যবধান বাড়ায়। তবে ৩৮ মিনিটে ওবায়দুল জয়ের গোলে বাংলাদেশ ব্যবধান কমায়। এরপর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আরও এক গোল করে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ওমান।

শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করেন সবুজ, স্কোরলাইন হয় ৫-৪। শেষ ৬ মিনিটে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ফলে দীর্ঘদিন ধরে এএইচএফ কাপে রাজত্ব করা বাংলাদেশের এবার এশিয়া কাপ মঞ্চে খেলার স্বপ্ন ভেঙে গেল সেমিফাইনালেই।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হক ব যবধ ন গ ল কর ফ ইন ল

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে প্রবাসী রায়হান হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে আলোচিত প্রবাসী রায়হান হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তাররা হলেন, কায়েতপাড়া ইউনিয়নের বরুনা পুবেরটেক এলাকার মৃত ইয়ানুছের ছেলে তাইজুল, তার স্ত্রী রাহিমা, মেয়ে তাইরিন। 

বুধবার (২৪ এপ্রিল) র‌্যাব ১১ কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার বেপারি বাড়ি বায়তুল নুর জামে মসজিদ পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রবাসী রায়হানের কাছ পাঁচ লাখ টাকা ধার নেন তাইজুল। এরপর থেকে ধার নেওয়া টাকা দিতে গড়িমসি করতে থাকেন। পরে চলতি বছরের ২৪ মার্চ সকালে পাওনা টাকা চাইতে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় তাইজুল টাকা দিবে বলে রায়হানকে তার বাসায় ডেকে নিয়ে হত্যা করে। 

এরপর তারা রায়হানের মরদেহ তাইজুলের বাসার দোতলায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রায়হানের বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাতের আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনার পর থেকে তাইজুল তার স্ত্রী রাহিমা, মেয়ে তাইরিন পলাতক ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাতক আসামিরা আড়াইহাজার উপজেলার বেপারি বাড়ি বায়তুল নুর জামে মসজিদ পাশের একটি বাড়িতে অবস্থান করছিল। পরে র‌্যাব-১১ একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা করে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, আলোচিত রায়হান হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্র আন্দোলন: হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার
  • ওমানের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ বাংলাদেশের
  • পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ পাঁচ দিনের রিমান্ডে
  • ‘কারাগার’ নির্মাতা শাওকীর সিরিজে শাশ্বত ও চঞ্চল 
  • প্রত্যাবর্তনে প্রমাণের চ্যালেঞ্জ বিজয়ের
  • রাশিয়ায় রাষ্ট্রদূত রাখার সুযোগ পাচ্ছে তালেবান
  • জুমে ভুয়া সাক্ষাৎকারের ফাঁদ
  • রূপগঞ্জে প্রবাসী রায়হান হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেপ্তার
  • সব ম্যাচ জিতে সেমিফাইনালে বাংলাদেশ