এক মাসে ৩ পদক সামিউলের, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় সোনা
Published: 25th, April 2025 GMT
এবার মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন সামিউল ইসলাম। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সিঙ্গাপুরের ড্যানিয়েল উইলিয়ামস ও মালয়েশিয়ার জেফ ইয়াংকে হারিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। সোনা জিততে সামিউলের লেগেছে ২৬.৬৮ সেকেন্ড সময়। এই ইভেন্টে এটি তাঁর সেরা টাইমিং, আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সোনাও।
এ নিয়ে এক মাসেই বিদেশের মাটিতে তিন পদক জিতেছেন সামিউল। চলতি মাসের প্রথম সপ্তাহে থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতেন তিনি। আর ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জেতেন রুপা।
আরও পড়ুনভারত-পাকিস্তান নতুন সংঘাত: আইসিসি ও এসিসির সামনে কী অপেক্ষা করছে৩ ঘণ্টা আগে২৪ এপ্রিল কুয়ালালামপুরে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে ২৭ এপ্রিল। যেখানে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নিচ্ছেন। সিনিয়র ও জুনিয়র—দুই পর্যায়ের সাঁতারুরাই মালয়েশিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এক মাসেই বিদেশের মাটিতে তিন পদক জিতেছেন সামিউল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম উল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ইমাম আটক
কুমিল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই জামে মসজিদ সংলগ্ন কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা হাবিব উল্যাহ নামে মসজিদের ইমামকে ধরে পুলিশে সোপর্দ করেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজালা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে।
ওই শিশুর স্বজন ও স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে লোলাই জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন হাবিব উল্লাহ। পাশাপাশি তিনি প্রতিদিন সকালে গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষা দেন। মসজিদের পাশেই হুজুরের শয়নকক্ষ। সকালে ওই শিশুর এক আত্মীয় শিশুটিকে খুঁজতে হুজুরের কক্ষে যান। সেখানে গিয়ে দেখেন মেয়েটির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছেন হুজুর। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিব উল্যাহ নামের একজন ইমামকে এলাকাবাসী ধরে দুপুরে পুলিশে সোর্পদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমাম অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগি শিশুটির বাবা নেই। মা ভিক্ষা করেন। এ ঘটনায় মামলার পর শনিবার ধর্ষণ চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।