ইলন মাস্কের গ্রোক চ্যাটবটে গুগল ড্রাইভের তথ্যও ব্যবহার করা যাবে
Published: 25th, April 2025 GMT
গুগল ড্রাইভে সংরক্ষণ করা তথ্য ও ছবি সরাসরি গ্রোক চ্যাটবটে ব্যবহারের পাশাপাশি কোড সম্পাদনার (কোড এক্সিকিউশন) সুযোগ দিতে ‘গ্রোক স্টুডিও’র প্রথম সংস্করণ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভে থাকা নথি ও প্রোগ্রাম কোড কাজে লাগিয়ে সহজেই গ্রোক চ্যাটবটে বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং ব্রাউজারভিত্তিক গেম তৈরি করতে পারবেন।
এক্সএআই জানিয়েছে, গ্রোক স্টুডিওর প্রথম সংস্করণে কোড সম্পাদনা ও গুগল ড্রাইভ সংযোগের সুবিধা যুক্ত করা হয়েছে। এটি আলাদা একটি উইন্ডোতে চালু হবে, এর ফলে ব্যবহারকারী এবং গ্রোক চ্যাটবট একসঙ্গে একই কনটেন্ট নিয়ে কাজ করতে পারবে।
গ্রোক স্টুডিও চালুর ফলে ব্যবহারকারীরা একটি স্প্লিট স্ক্রিনের মাধ্যমে গ্রোকের সঙ্গে সরাসরি কাজ করতে পারবেন। গ্রোক একটি আলাদা উইন্ডোতে চালু হবে। এছাড়া, গুগল ড্রাইভ সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ড্রাইভে সংরক্ষিত নথি সরাসরি যুক্ত করে গ্রোকের সহায়তায় সম্পাদনা, বিশ্লেষণ বা নতুন কনটেন্ট তৈরি করতে পারবেন। ফলে গ্রোক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত গ্রোক চ্যাটবট ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন এক্স ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেও ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক। ফলে গ্রোক ব্যবহার করে যেকোনো বিষয়ে দ্রুত হালনাগাদ তথ্য জানা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র ক চ য টবট ব যবহ র
এছাড়াও পড়ুন:
ইলন মাস্কের গ্রোক চ্যাটবটে গুগল ড্রাইভের তথ্যও ব্যবহার করা যাবে
গুগল ড্রাইভে সংরক্ষণ করা তথ্য ও ছবি সরাসরি গ্রোক চ্যাটবটে ব্যবহারের পাশাপাশি কোড সম্পাদনার (কোড এক্সিকিউশন) সুযোগ দিতে ‘গ্রোক স্টুডিও’র প্রথম সংস্করণ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভে থাকা নথি ও প্রোগ্রাম কোড কাজে লাগিয়ে সহজেই গ্রোক চ্যাটবটে বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং ব্রাউজারভিত্তিক গেম তৈরি করতে পারবেন।
এক্সএআই জানিয়েছে, গ্রোক স্টুডিওর প্রথম সংস্করণে কোড সম্পাদনা ও গুগল ড্রাইভ সংযোগের সুবিধা যুক্ত করা হয়েছে। এটি আলাদা একটি উইন্ডোতে চালু হবে, এর ফলে ব্যবহারকারী এবং গ্রোক চ্যাটবট একসঙ্গে একই কনটেন্ট নিয়ে কাজ করতে পারবে।
গ্রোক স্টুডিও চালুর ফলে ব্যবহারকারীরা একটি স্প্লিট স্ক্রিনের মাধ্যমে গ্রোকের সঙ্গে সরাসরি কাজ করতে পারবেন। গ্রোক একটি আলাদা উইন্ডোতে চালু হবে। এছাড়া, গুগল ড্রাইভ সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ড্রাইভে সংরক্ষিত নথি সরাসরি যুক্ত করে গ্রোকের সহায়তায় সম্পাদনা, বিশ্লেষণ বা নতুন কনটেন্ট তৈরি করতে পারবেন। ফলে গ্রোক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত গ্রোক চ্যাটবট ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন এক্স ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেও ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক। ফলে গ্রোক ব্যবহার করে যেকোনো বিষয়ে দ্রুত হালনাগাদ তথ্য জানা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া