জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজ। 

শুক্রবার বিকেলে সাভার বিকেএসপি অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা।

প্রথমবারের মত জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ভলিবলে নারায়ণগঞ্জ কলেজ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। আটটি বিভাগের চ্যাম্পিয়ন টিম নিয়ে এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে কোয়ার্টার ফাইনালে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন টিমকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

সেমিফাইনালে সিলেট সরকারি মহিলা কলেজকে ২-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে নারায়ণগঞ্জ কলেজ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কল জ য় পর য য় ফ ইন ল

এছাড়াও পড়ুন:

স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী

স্ত্রীকে গলা কেটে হত্যার পর ছুরি হাতে লাশের পাশেই বসেছিলেন স্বামী। পরে স্থানীয়রা তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলেখা বেগম (৩৫) ওই গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুর রব মিয়ার (৫০) স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ২০ বছর আগে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ  গ্রামের নয়াপাড়া এলাকার আবদুল মিয়ার মেয়ে সুলেখার সঙ্গে একই ইউনিয়নের নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রবের বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে রবের পারিবারিক কলহ দীর্ঘদিনের। বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। পরে সকালে নাশতা খেয়ে সুলেখা ঘুমিয়ে পড়লে রব তাঁকে গলা কেটে হত্যা করেন। এর পর ছুরি হাতে লাশের পাশেই তাঁকে বসে থাকতে দেখা যায়। এ সময় এলাকাবাসী রবকে গণপিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। খবর পেয়ে নিহত সুলেখার স্বজনরা রবকে ঘর থেকে বের করে হত্যার চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।

আবদুর রব মিয়ার দাবি, সুলেখা তাঁকে দীর্ঘদিন ধরে মেরে ফেলার পরিকল্পনা করেছেন। তাই তিনি সুলেখাকে হত্যা করেন। পুলিশের কাছে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আবদুর রব মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। সুলেখার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত
  • মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন 
  • সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু
  • ‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি
  • শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নদী ভাবনা
  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
  • আড়াইহাজার থানার সেই ওসি এনায়েত অবশেষে বদলি
  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী