৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারহান, সম্পাদক নিলয়
Published: 25th, April 2025 GMT
৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ফারহান লাবীব (জিসান) ও সাধারণ সম্পাদক হিসেবে নিলয় রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫–এর লক্ষ্যে ৩৮তম ব্যাচের সবার ঐকমত্যের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ইয়াসিন সাদেককে প্রধান এবং শাহেদ আরমান ও জান্নাতুল মাওয়ার সমন্বয়ে সেই কমিশন গঠন হয়। এই কমিশনের ২২ এপ্রিল ঘোষিত নির্বাচনের তফসিল মোতাবেক প্যানেল দাখিলের সর্বশেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো প্যানেল দাখিল না করায় জিসান-নিলয় প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এই প্যানেল থেকে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম হাসানুর রহমান, সহসভাপতি মো.
জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. মঈন খান এলিস, দপ্তর সম্পাদক পদে মো. তৌহিদুল ইসলাম বারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম, মানবসম্পদবিষয়ক সম্পাদক লাবনী আক্তার, ক্রীড়া সম্পাদক মো. মাসুম বিল্লাহ, পরিবেশবিষয়ক সম্পাদক সায়েদা খানম, আন্তক্যাডার সম্প্রীতিবিষয়ক সম্পাদক কাজী মো. মেশকাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পলাশ চন্দ্র সরকার, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. শরিফুল হক, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, উন্নয়ন ও গবেষণাবিষয়ক সম্পাদক আফতাব আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সাদিয়া আকতার, সহদপ্তর সম্পাদক নাসরিন, বিভাগীয় সম্পাদক (ঢাকা) শাহাদাত হোসেন খান, বিভাগীয় সম্পাদক (চট্টগ্রাম) মুহাম্মদ আরাফাত হুসাইন, বিভাগীয় সম্পাদক (রাজশাহী) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, বিভাগীয় সম্পাদক (খুলনা) এ এস এম শাহেনওয়াজ মেহদী, বিভাগীয় সম্পাদক (বরিশাল) তাসফিক সিবগাত উল্লাহ, বিভাগীয় সম্পাদক (সিলেট) সুশান্ত সিংহ, বিভাগীয় সম্পাদক (রংপুর) মো. বোরহান উদ্দিন ও বিভাগীয় সম্পাদক (ময়মনসিংহ) পদে শেখ তাকী তাজওয়ার নির্বাচিত হয়েছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ব্যক্তিগত ভিডিও প্রকাশের পর সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতিকে বহিষ্কার
ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আলমগীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিভিন্ন অপকর্ম এবং চারিত্রিক স্খলনের কারণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার নির্দেশে তাঁকে প্রাথমিক সদস্য ও সব পদপদবি থেকে বহিষ্কার করা হয়।
জানতে চাইলে সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আলমগীরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ। প্রথম আলোকে তিনি বলেন, দলের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অভিযুক্ত ওই নেতাকে চিঠি দিয়ে সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বিএনপি নেতা কাজী আলমগীরের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীরা বিব্রত হন। পরবর্তী সময়ে বিষয়টি জেলা বিএনপির নজরে আনা হলে তাঁরা অভিযুক্ত বিএনপি নেতা কাজী আলমগীরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।