ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি একাধিক ছবির সমন্বয়ে তৈরি স্লাইড শো বেশ জনপ্রিয় টিকটকে। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীরা চাইলেও টিকটকে থাকা এসব ছবি দেখতে পারেন না। এ সমস্যা সমাধানে নিজেদের প্ল্যাটফর্মে অলটারনেটিভ (এএলটি) টেক্সট সুবিধা চালু করেছে টিকটক। নতুন এ সুবিধা চালুর ফলে স্ক্রিন রিডারের মাধ্যমে টিকটকে থাকা ছবির বর্ণনা শুনতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে ছবি আপলোডের সময় অল্ট টেক্সট অপশনের মাধ্যমে ছবিতে থাকা দৃশ্যের বর্ণনা লিখতে পারবেন ব্যবহারকারীরা। পোস্ট প্রকাশের পরও চাইলে ব্যবহারকারীরা অল্ট টেক্সট সম্পাদনা বা নতুন করে যুক্ত করতে পারবেন।
ছবির জন্য অল্ট টেক্সট সুবিধা টিকটক অ্যাপে থাকা বিদ্যমান অ্যাক্সেসিবিলিটি ফিচারের সম্প্রসারিত রূপ। এর আগে ভিডিও কনটেন্টের জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরির সুবিধা এবং লেখার আকার ইচ্ছেমতো বড়-ছোট করার অপশন চালু করেছে প্ল্যাটফর্মটি।
সূত্র: টেক ক্র্যান্চ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট কটক
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সেটিংস, যে সুবিধা পাওয়া যাবে
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি ও জনপ্রিয়তা পাওয়ায় হোয়াটসঅ্যাপে সাইবার হামলার পরিমাণও বাড়ছে। তাই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি সেটিংস চালু করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালুর ফলে একক বা গ্রুপ চ্যাটের বার্তা হোয়াটসঅ্যাপের বাইরে শেয়ার, সংরক্ষণ বা অন্য কোনোভাবে ব্যবহারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাট অপশনে আদান-প্রদান করা তথ্য বর্তমানের তুলনায় আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে ৫ কারণে০৩ এপ্রিল ২০২৫হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু করলে চ্যাটের মেসেজ হিস্ট্রি এক্সপোর্ট করা যাবে না। শুধু তা–ই নয়, পাঠানো কোনো ছবি, ভিডিও বা অডিও স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের যন্ত্রে সংরক্ষণ হবে না। এর ফলে সংবেদনশীল বা ব্যক্তিগত বার্তার গোপনীয়তা নিশ্চিত করা যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ভিডিও প্রতারণার কথা জানেন তো?১৭ এপ্রিল ২০২৫হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহারকারীরা পর্যায়ক্রমে নতুন সেটিংসটি ব্যবহার করতে পারবেন। সেটিংসটি ব্যবহারের জন্য প্রথমে নির্দিষ্ট চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর চ্যাটে থাকা নামের ওপরে ক্লিক করে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি অপশনে প্রবেশ করে ম্যানুয়ালভাবে সেটিংসটি চালু করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া