একটি ছিনতাইয়ের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে (৩২) পুলিশ। ১০ বছর পালিয়ে থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে মতিঝিল থানার একটি ছিনতাইয়ের মামলায় বিল্লাল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। সাজা এড়াতে এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে ও তাঁর অন্যতম সহযোগী সোহাগকে (৩০) গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিল্লালের বিরুদ্ধে শাজাহানপুর, মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর সহযোগী সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট পাঁচটি ছিনতাইয়ের মামলা রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ নত ই

এছাড়াও পড়ুন:

লেবু কমলার আইসক্রিমের রেসিপি

ছবি: সুমন ইউসুফ

সম্পর্কিত নিবন্ধ