আজ সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেগে ছিল ক্রিকেটারদের পদচারণা। একাডেমি ভবনে সকাল থেকে জড়ো হতে থাকেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। বেলা ১১টার দিকে মাঠে প্রবেশ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর একে একে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও নাঈম শেখ।

একাডেমি ভবনে শুরু হয় ক্রিকেটারদের মধ্যে আলোচনা, যা চলে দীর্ঘ সময় ধরে। পরে জুমার নামাজের বিরতির পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় উপস্থিত থাকেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে গুঞ্জন আছে, ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে পারেন তামিম ইকবাল। উল্লেখ্য, অসুস্থতার কারণে ছিটকে যাওয়ার আগ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন এই অভিজ্ঞ ওপেনার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে দুর্বৃত্তের পেট্রোল বোমা হামলায় দগ্ধ নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ লায়লা বেগমের (৫০) মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে তার মৃত্যু হয়।

ঢাকা থেকে তাকে রাউজান নিয়ে আসার পর ওইদিন সন্ধ্যায় অক্সিজেন দিয়ে রাখা হয়। পরে রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান লায়লা বেগমের স্বামী আব্বাস উদ্দিন।

রোববার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০) দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোল বোমা নিক্ষেপ করে।

সম্পর্কিত নিবন্ধ