প্রেক্ষাগৃহে বসেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা প্রায়ই উপভোগ করেন নন্দিত অভিনয়শিল্পী ও পরিচালক আফজাল হোসেন। সময়–সুযোগ পেলে বন্ধুবান্ধব নিয়েও প্রেক্ষাগৃহে যান। বাইরের দেশে গেলেও সিনেমা দেখা হয়। এবার ঈদে মুক্তি পাওয়া ছবি দেরিতেই দেখা শুরু করলেন তিনি। গেল বেশ কিছুদিন ধরে আগামী ঈদের সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দলবল নিয়ে ‘দাগি’ সিনেমা দেখলেন। ছবিটি তাঁকে মুগ্ধও করেছে, এমন কথা তিনি তাঁর ফেসবুকেও লিখেছেন।

আফজাল হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৭ বাংলাদেশির কাছ থেকে মুক্তিপণ আদায় ঘটনার মূলহোতা গ্রেপ্তার

লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায় ঘটনার মূলহোতা জাহিদ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিংগারাপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

গ্রেপ্তার জাহিদের বাবার নাম এহরাম সরদার (৪০)। এই ঘটনার অন্যতম ভুক্তভোগী ইয়াকুব আলীর (৩৮) করা মামলার ভিত্তিতে র‌্যাব অভিযানে নামে। ইয়াকুব কুড়িগ্রাম সদর উপজেলার ভোগরায় গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

র‍্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী

খুলনায় শিশু ধর্ষণ মামলার ২ আসামি কারাগারে

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ইয়াকুব আলীর সঙ্গে পরিচয় হয় জাহিদের। তখন তিনি ইয়াকুবকে ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে বলেছিলেন, ইতালিতে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে চাকরির জন্য অনেক সুযোগ রয়েছে। আগ্রহ প্রকাশ করলে জাহিদ ইয়াকুবকে তার বাবা এহরাম সরদার ও চাচা বাবু মোল্লার সঙ্গে দেখা করতে বলেন।

২০২৩ সালের ১০ আগস্ট তারা দেখা করেন। এরপর ২০ লাখ টাকার বিনিময়ে ইতালি যাওয়ার বিষয়ে চুক্তি করেন। পাঁচ লাখ টাকা আগাম পরিশোধ করার পর ইয়াকুবকে ফ্লাইটের সময় জানানো হয়।

জাহিদ ইয়াকুবকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আরো ২৬ জনের সঙ্গে দুবাই পাঠান। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তারা দুবাই পৌঁছান। এরপর সেখান থেকে নাইজার এবং আলজেরিয়া নেওয়া হয় তাদের। সেখানে ২৭ জনকে পুলিশ গ্রেপ্তার করলে তারা কিছুদিন জেলও খাটেন। পরে তাদের তিউনিশিয়া এবং পরে লিবিয়ায় নিয়ে যায় চক্রটি।

লিবিয়ায় পৌঁছানোর পর ২৭ জনকে একটি বাড়িতে বন্দী করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। নির্যাতনের ছবি ও ভিডিও পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ আদায় করা হয়। ইয়াকুবের পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছিল। 

এ ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রচারের পর লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের মেজর জেনারেল আবুল হাসনাত মো. খাইরুল বাশারের উদ্যোগে অপহৃতদের উদ্ধার করা হয়। গত ৯ জানুয়ারি ইয়াকুব দেশে ফিরে আসেন এবং ২৫ মার্চ কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।

র‌্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তার জাহিদ নিজের অপরাধ স্বীকার করেছেন। র‌্যাব বর্তমানে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ