সাতক্ষীরায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত
Published: 25th, April 2025 GMT
সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অমিত সাধুর স্ত্রী রিতা সাধু ও তাদের তিন বছরের ছেলে সৌরভ সাধু। আহতরা হলেন অমিত সাধু এবং তার মেয়ে।
আরো পড়ুন:
দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিলো ২ শিক্ষার্থীর প্রাণ
ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত
অমিত সাধুর বরাত দিয়ে স্থানীয়রা জানান, স্ত্রী রিতা এবং দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুরে বেড়াতে যাচ্ছিলেন অমিত সাধু। কুমিরার কদমতলা মোড়ে খুলনাগামী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়েন অমিত সাধু ও তার পরিবারের সদস্যরা। এ সময় বাসের চাপায় অমিতের স্ত্রী রিতা এবং ছেলে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অমিত এবং তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ বলেন, “বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসটিকে আটকানো যায়নি। রাস্তা ফাঁকা থাকায় বাসটি দ্রুত পালিয়ে যায়।”
তিনি আরো বলেন, “কোন বাস ঘটনাটি ঘটিয়েছে সেটি নিশ্চিত করা বলা যাচ্ছে না। আমরা লাশ দুইটি মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।”
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে কাজ করছে যুবদল
সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় ট্রাফিকের ভূমিকা পালন করেছে মহানগর যুবদলের ২নং সদস্য মো: শহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা।
এসময় যুবদলের নেতাকর্মীরা সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন যাতে যানজট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে কাজ করেছেন। পাশাপাশি সড়কের পাশের ফুটপাতে যেন ছোট-খাটো দোকানপাট বসিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য কাজ করে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২নং সদস্য মো: শহিদুল ইসলামের নেতৃত্বে ১নং ওয়ার্ড যুবদল নেতা মো: সোহাগ, মো: রুবেল, মো: হাসান ও শাহ আলমসহ নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এবং ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মো: সোহেল, আলম ও রুবেলসহ নেতাকর্মীরা কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেন।
যুবদল নেতা মো: শহিদুল বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে এসএসসি পরীক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেছি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেনসহ প্রমূখ।
উল্লেখ্য, এবার সিদ্ধিরগঞ্জের ১০টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২৩৪ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।