টি–টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড কোহলির, যেখানে আছেন তামিম–মুশফিকও
Published: 25th, April 2025 GMT
বেঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামে গতকাল আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১১ রানের জয়ে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে টি–টোয়েন্টিতে একটি ভেন্যুতে সবচেয়ে বেশি ফিফটির বিশ্ব রেকর্ডও গড়লেন বেঙ্গালুরু তারকা।
আরও পড়ুনরেকর্ডটা ছিল বাবরের, এখন কোহলির১৬ ঘণ্টা আগে৩২ বলে ফিফটি তুলে নেন কোহলি। চিন্মাস্বামী স্টেডিয়ামে স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি তাঁর ২৬তম ফিফটি। এই ইনিংসের আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের। নটিংহামের ট্রেন্ট ব্রিজে টি–টোয়েন্টিতে ইংল্যান্ডের সাবেক এই ওপেনারের ফিফটি ২৫টি।
চিন্মাস্বামীতে টি–টোয়েন্টিতে চারটি সেঞ্চুরিও আছে কোহলি। সব মিলিয়ে এই স্টেডিয়ামে টি–টোয়েন্টিতে ১০৫ ইনিংসে ২৬টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি কোহলির। ট্রেন্ট ব্রিজে ১০৯ ইনিংসে ২৫টি ফিফটি ও ২টি সেঞ্চুরি হেলসের। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টি–টোয়েন্টিতে এক ভেন্যুতে রান, ফিফটি, সেঞ্চুরি ও গড়ে কোহলিই সবার ওপরে।
শেরেবাংলা স্টেডিয়ামে টি–টোয়েন্টিতে বিশের বেশি ফিফটি তামিমের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।
এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।
আরো পড়ুন:
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
ভারত-পাকিস্তান উত্তেজনা
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর
ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।
শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
প্রেস উইংয়ের তথ্যমতে, অধ্যাপক ইউনূস আগামী রবিবার (২৭ এপ্রিল) রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা/হাসান/সাইফ