রাশিয়ায় গাড়িবোমা হামলায় জেনারেল নিহত
Published: 25th, April 2025 GMT
রাশিয়ায় গাড়িবোমা হামলায় এক জেনারেল নিহত হয়েছেন। শুক্রবার রুশ সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
একাধিক রাশিয়ান সূত্র জানিয়েছে, রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল বিভাগের উপ-প্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোতে একটি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন।
রাশিয়ার সরকারী সংবাদ সংস্থা তাস নিরাপত্তা পরিষেবাগুলোকে উদ্ধৃত করে নিশ্চিত করেছে যে, মস্কোর পূর্ব শহরতলির বালাশিখায় বিস্ফোরণের কারণ বোমা ছিল।
রাশিয়ার তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক মস্কোতে একটি বিস্ফোরণে নিহত হয়েছেন।
হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্য করে রাশিয়ান তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো বলেছেন, “ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের কারণে একটি ভক্সওয়াগেন গল্ফ বিস্ফোরিত হয়েছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুসলিমদের যা করতে বললেন ওয়াইসি
কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। শুক্রবার জুম্মার নামাজে মুসলিমদের কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ করার কথা বলেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন হায়দ্রবাদের সংসদ সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিওবার্তায় ওয়াইসি বলেছেন, কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি,বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি ও একত্বতা হারাতে দেব না। পেহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মিরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, শত্রুদের ফাঁদে পা দিয়েন না।
ভিডিওতে মোদির ব্যর্থতার কথা তুলে ধরেছেন ওয়াইসি। একই সঙ্গে আর্টিকেল ৩৭০ এর সমালোচনা করেছেন। পেহেলগামে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতা। নরেন্দ্র মোদি সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা। যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মিরি সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগের তিনি এই অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেছিলেন। ওয়াইসির মতে, এ আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা, হতাহতের ঘটনা বেশি ঘটছে।খবর এনডিটিভির।