রাজশাহী নগরের ঘোড়ামারা মোড়ে রিকশায় যাচ্ছিলেন এক দোকান ব্যবস্থাপক। পথেই তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকারীরা লুটে নেয় ১০ লাখ টাকা। এ কাজে রিকশাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছে। ছিনতাইকারী চক্রটি এক মাস ধরে ওই দোকান ব্যবস্থাপকের গতিবিধির ওপর নজরদারি চালিয়েছিল। রিকশা চালককে প্রশিক্ষণও দিয়েছে তারা। গ্রেপ্তার রিকশা চালকের জবানবন্দির বরাত দিয়ে এ তথ্য জানায় পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে গত বুধবার (২৩ এপ্রিল) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার রিকশা চালক মাসুম (৩০)। ভুক্তভোগী দোকান ব্যবস্থাপকের নাম দিলীপ কুমার প্রামাণিক।

আরো পড়ুন: রিকশা যাত্রীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই 

আরো পড়ুন:

গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

পরকীয়ার জের, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা

জবানবন্দিতে মাসুম জানান, চক্রটির পরিকল্পনায় তিনি যুক্ত হন অনেক আগে। রিকশা কোন পথে চালাতে হবে, কোথায় থামতে হবে-তা পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয়। এমনকি ঘটনার আগে একাধিকবার মহড়াও হয়।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, “ঘটনার আগে গত রবিবার মাসুম রিকশা নিয়ে একই এলাকায় অবস্থান করছিলেন, কিন্তু দিলীপ তার রিকশায় ওঠেননি। ফলে সেইদিন ছিনতাই হয়নি। এক সপ্তাহ পর পরিকল্পনামাফিক ছিনতাই সফল হয়।”

পুলিশ জানায়, ২০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে রিলায়েন্স অটো নামে একটি দোকানের ব্যবস্থাপক দিলীপ কুমার প্রামাণিক শিরোইল বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিল আগের দুই দিনের পণ্য বিক্রির ১৩ লাখ টাকা। দিলীপ কুমার প্রামাণিক মাসুমের রিকশায় ওঠেন। রিকশাটি ঘোড়ামারা এলাকায় গিয়ে একটি সরু গলির দিকে মোড় নেয়। সেখানেই মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রিকশার গতিরোধ করেন। একজন মরিচের গুঁড়া দিলীপের চোখে ছিটিয়ে দেন। 

ছিনতাইকারীরা তার পিঠে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দিলীপ তাদের বাধা দেন। ধস্তাধস্তির সময় দিলীপের ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ পড়ে যায় রাস্তায়। বাকি টাকা নিয়ে মোটরসাইকেলে চেপে দ্রুত সটকে পড়ে ছিনতাইকারীরা।

ওসি মোস্তাক আহম্মেদ বলেন, “চক্রটি জানত, শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দোকানের বিক্রির টাকা দিলীপের বাসায় থাকে এবং রবিবার সকালে তিনি সেগুলো নিয়ে বের হন। সেই তথ্য ধরে তারা ফাঁদ তৈরি করে।” ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা/কেয়া/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই অভ য গ ছ নত ই

এছাড়াও পড়ুন:

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।

আরো পড়ুন:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ভারত-পাকিস্তান উত্তেজনা 
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

প্রেস উইংয়ের তথ্যমতে, অধ্যাপক ইউনূস আগামী রবিবার (২৭ এপ্রিল) রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ