ছাং’এ-৫ অভিযানে চন্দ্রপৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনা ছয়টি দেশের সাতটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের হাতে তুলে দিচ্ছে চীন। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় মহাকাশ দিবসে শাংহাইয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করে চীন জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ)।

নমুনা পাওয়ার সুযোগ পেয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, পাকিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাতটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান। ২০২৩ সালের নভেম্বর আবেদন গ্রহণ শুরু হলে ১১টি দেশ ও সংস্থা ৭১ সেট নমুনা চেয়ে আবেদন করে। সেসব আবেদন যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়।

সিএনএসএর প্রধান শান চোংতে বলেছেন, ছাং’এর নমুনা কেবল চীনের নয়, সারা বিশ্বের সম্পদ। এগুলো মানবজাতির সম্মিলিত জ্ঞান সমৃদ্ধ করবে।

তিনি আরো জানান, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ছাং’এ-৬ এর নমুনা পেতে আগ্রহী। কারণ, এটা চাঁদের দূরবর্তী দিক থেকে সংগ্রহ করা প্রথম নমুনা। চীনা সরকার শিগগিরই ওই নমুনাগুলোর জন্য আন্তর্জাতিক আবেদনপত্র চালু করবে।

সূত্র: সিএমজি

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ক্ষমতায় গেলে বিএনপি হিন্দুদের জমি পাহারা দেয়, আ. লীগ দখল করে: দুলু

বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুদের জমি-জায়গা পাহারা দেয় আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তা দখল করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই হিন্দু ভাইদের জায়গা-জমি-বাড়ি দখল হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত আমরা আপনাদেরকে পাহারা দিয়েছি। ২০০১-২০০৬ সাল পর্যন্ত আপনারা সব থেকে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু ২০০৮-২০২৪ সাল পর্যন্ত খুব কষ্টের মধ্যে ছিলেন।

আজ শুক্রবার নাটোর শহরের পিলকানা স্বর্ণপট্টি এলাকায় শ্রী মন মহা প্রভুর বাৎসরিক ভোগ মহোৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা খালেদা জিয়া আপনাদের সাথে আছে, থাকবে। এখানে আমাদের হিন্দু-মুসলমান কোনো ভেদাভেদ নেই। আমরা ভাই-ভাই। এই দেশ আমাদের। আমরা হিন্দু-মুসলমান যার যার ধর্ম সে সে পালন করবো। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ