আনচেলত্তির সঙ্গে সিবিএফের দ্বিতীয় দফা আলোচনা
Published: 25th, April 2025 GMT
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ করতে কার্লো আনচেলত্তির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আলোচনা শেষে, ভিনিসিয়াস-রাফিনিয়াদের পরবর্তী কোচ হিসেবে ডন কার্লোকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল।
কার্লো আনচেলত্তির বিষয়ে আলোচনা করতে ব্রাজিল থেকে তিনজন প্রতিনিধি দল স্পেনে অবস্থান করছেন। এর মধ্যে একজন এজেন্ট ও বাকি দু’জন সিবিএফের প্রেরিত প্রতিনিধি। তারা সরাসরি ডন কার্লোর সঙ্গে কথা বলেননি বা বলছেন না। কারণ এটি নিয়মের পরিপন্থী। ব্রাজিলের প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি।
সংবাদ মাধ্যম ইএসপিএন ব্রাজিল দাবি করেছে, ব্রাজিলের ওই প্রতিনিধি দল শনিবার বার্সেলোনার বিপক্ষে রিয়ালের কোপা দেল রে’র ফাইনাল দেখবে। যদিও সিবিএফের পক্ষ থেকে স্পেনে কোন প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নাকোচ করা হয়েছে।
গোল জানিয়েছে, বার্সেলোনার বিপক্ষে লিগ কাপের এই ফাইনালে রিয়াল মাদ্রিদ হারলে তাৎক্ষণিকভাবে ছাঁটাই হতে পারেন কার্লো। সেক্ষেত্রে মে’র শুরুতে ব্রাজিলের কোচ হিসেবে ইতালিয়ান বসের নাম ঘোষণা করা হতে পারে। তবে রিয়াল কোপা দেল রে’র ফাইনালে জিতে গেলে লিগ মৌসুম পর্যন্ত রিয়ালের ডাগ আউটে দেখা যেতে পারে তাকে।
এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছে, ডন কার্লো কোপা দেল রে ও লা লিগা জিতলেও মৌসুম শেষে তাকে ছাঁটাই করা হবে। এমনকি লিগ শেষে সমঝোতার মাধ্যমে চাকরি ছেড়ে ব্রাজিলের চাকরি নিতে পারেন সাবেক বায়ার্ন, পিএসজি ও চেলসির কোচ। সেক্ষেত্রে জুনের ক্লাব বিশ্বকাপের জন্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারিকে দায়িত্ব দিতে পারে রিয়াল। ফুটবল দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দিয়েছেন এই তথ্য।
রিয়াল মাদ্রিদ লিগের শেষ ম্যাচ খেলবে ২৫ মে। তার আগে কার্লো চাকরি না হারালে অপেক্ষা করতে হতে পারে ব্রাজিলের। সেক্ষেত্রে আছে অন্য সমস্যা। ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে ৪ জুন ও ৯ জুন ম্যাচ খেলবে। ২৫ মে’র আগেই ওই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করতে হবে। লিগ মৌসুম শেষেও কার্লোকে নেওয়ার প্রশ্নে ব্রাজিল অটল থাকলে দল ঘোষণার ক্ষেত্রে অন্য কোন উপায় বের করতে হবে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল স ব এফ
এছাড়াও পড়ুন:
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।
এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।
আরো পড়ুন:
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
ভারত-পাকিস্তান উত্তেজনা
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর
ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।
শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
প্রেস উইংয়ের তথ্যমতে, অধ্যাপক ইউনূস আগামী রবিবার (২৭ এপ্রিল) রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা/হাসান/সাইফ