ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে না অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা। মেটার এ সিদ্ধান্তের ফলে অ্যাপলের ‘রাইটিং টুলস’ ও ‘জেনমোজি’র মতো বিভিন্ন সুবিধা অ্যাপগুলোতে ব্যবহার করতে পারবেন না আইফোন ব্যবহারকারীরা।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা বন্ধের বিষয়টি প্রথম শনাক্ত করে ব্রাজিলের প্রযুক্তিভিত্তিক ব্লগ সর্সারারহাট টেক। ব্লগটিতে প্রকাশিত স্ক্রিনশট অনুযায়ী, মেটার মালিকানাধীন অ্যাপগুলোতে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের অধিকাংশ অ্যাপেই ডিফল্টভাবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত থাকে। তবে চাইলে অ্যাপ নির্মাতারা এসব সুবিধা অকার্যকর করতে পারেন। সেই সুযোগ কাজে লাগিয়েই মেটা তাদের অ্যাপগুলোতে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধার সমর্থন বন্ধ করে দিয়েছে।

মেটার এ সিদ্ধান্তের ফলে ইনস্টাগ্রাম স্টোরিতে কি–বোর্ড স্টিকার বা মিমোজি ব্যবহারের সুবিধাও আইফোন থেকে পাওয়া যাবে না। তবে মেটার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সব সুবিধা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

প্রযুক্তিজগতে মেটা ও অ্যাপলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ইন্টেলিজেন্সে মেটার তৈরি ‘এললামা’ এআই মডেল যুক্ত করার বিষয়ে এক সময় আলোচনা করেছিল অ্যাপল ও মেটা। তবে ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। অ্যাপ স্টোরের নীতিমালা, বিজ্ঞাপন নীতির স্বচ্ছতা ও ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনা নিয়ে অ্যাপল ও মেটার মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব রয়েছে। মেটার সাম্প্রতিক এ সিদ্ধান্ত সেই বিরোধকে আরও তীব্র করে তুলেছে।

সূত্র: নিউজ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনস ট গ র ম ও হ য ব যবহ র কর টসঅ য প ফ সব ক

এছাড়াও পড়ুন:

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।

আরো পড়ুন:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ভারত-পাকিস্তান উত্তেজনা 
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

প্রেস উইংয়ের তথ্যমতে, অধ্যাপক ইউনূস আগামী রবিবার (২৭ এপ্রিল) রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ