দীর্ঘ দিন পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে। সেটাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে; যা নায়ক তাঁর ফেসবুকে যুক্ত করে ক্যাপশন জুড়েছেন, আসিতেছে। যদিও কী আসছে সেটা বরাবরের মতই রহস্য জিইয়ে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়ক।

শুভর সেই ১৯ সেকেন্ডের প্রমোতে দেখা গেছে, নৃশংস এক নির্যাতনের দৃশ্য। যেখানে শুভ একজনের প্রাইভেট পার্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এমন ভিডিওর পর সতর্কবার্তাও দিয়েছেন শুভ; অনুরোধ রেখেছেন, বাড়িতে বা কোথাও এমন কাজের (ভিডিওর মত) চেষ্টা না করার। 

তবে এই ভিডিওটি কিসের সেটা সুনির্দিষ্ট করে জানানি শুভ। সেখানেই প্রশ্ন কী আসছে আরিফিন শুভর? বর্তমানে হাতে আছে ৫টা প্রজেক্ট আছে। সনি লিভের ‘জ্যাজ সিটি’, চরকির ‘লুহু’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘নীলচক্র’ আর ‘নূর’ সিনেমা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, শুভর ভিডিও দৃশ্যটি ‘নীলচক্র’ সিনেমার। সাসপেন্স থ্রিলার ঘরনার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যা পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

আরিফিন শুভ এখন মুম্বাইয়ে ব্যস্ত আছেন তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ কাজ নিয়ে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর ফ ন শ ভ ঈদ র স ন ম আর ফ ন শ ভ

এছাড়াও পড়ুন:

মায়ের বিরুদ্ধে দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘুমিয়ে থাকা দেড় বছরের শিশু খাদিজা খাতুনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে মার বিরুদ্ধে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। অভিযুক্ত মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

নিহত খাদিজা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের মেয়ে। 

গ্রেপ্তারকৃতের নাম আসমা খাতুন (২৪)। তিনি কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের স্ত্রী ও বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে।

আরো পড়ুন:

পরকীয়ার জের, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা

নোমানী হত্যার আসামিকে কোপানোর দৃশ্য ভাইরাল, জড়িতরা অধরা

গ্রেপ্তার আসমার বোন রেশমা খাতুন জানান, ২০২১ সালের জুন মাসে তার বোন আসমার সঙ্গে একই উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের বিয়ে হয়। তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। সম্প্রতি আসমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আসমাকে চিকিৎসার জন্য শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আনেন মা আলেয়া খাতুন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসমা তার মেয়ে খাদিজাকে ঘরের বারান্দায় ঘুম পাড়াচ্ছিল। মা আলেয়া মেয়ে আসমাকে ডাক্তারের কাঝে নেওয়ার জন্য ভ্যান আনতে যান। কিছুক্ষণ পর আসমা রান্না ঘর থেকে বটি নিয়ে খাদিজাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মোজাব্বর হোসেন বলেন, “শিশু সন্তানকে হত্যার পর আসমা সেখানেই বসে ছিল। মানসিক ভারসাম্য হারানোর ফলে এ ধরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন তিনি।”

কলারোয়া থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “আসমা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু খাদিজার লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ