কুলাউড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কামরুল গ্রেপ্তার
Published: 25th, April 2025 GMT
মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে মৌলভীবাজারের ডিবি পুলিশ ও কুলাউড়া থানা পু্লিশের যৌথ অভিযানে পৌরসভার আলালপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার জানান, কামরুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে থানায় মামলা রয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ন ত আটক
এছাড়াও পড়ুন:
আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম মো. আসাদুল ইসলাম (২৮)। তিনি ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে আসাদুল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরো পড়ুন:
ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ
শিবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি যখন নদী পার হচ্ছিলেন সে সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ