সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রাসায়নিক দূষণের কারণে প্রবালপ্রাচীর ব্লিচিং বা রংহীন হয়ে যায়। ইন্টারন্যাশনাল কোরাল রিফ ইনিশিয়েটিভ (আইসিআরআই) এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইতিহাসের সবচেয়ে তীব্র ব্লিচিং বা রং হারানোর কবলে পড়েছে প্রবালপ্রাচীর। বিশ্বের বিভিন্ন মহাসাগরে থাকা প্রায় ৮৪ শতাংশ প্রবালপ্রাচীর এই ব্লিচিংয়ের শিকার হয়েছে।

আইসিআরআই সংস্থাটি প্রবাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। ১০০টির বেশি দেশের সরকার, বেসরকারি সংস্থা ও বিজ্ঞানীদের জোট এটি। সংস্থাটি জানিয়েছে, ১৯৯৮ সালের পর থেকে সাম্প্রতিক সময়ে চতুর্থবারের মতো বিশ্বব্যাপী ব্লিচিংয়ের মতো মারাত্মক ঘটনা দেখা যাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি ২০১৪-১৭ সালের ব্লিচিংকের ঘটনাকেও ছাড়িয়ে গেছে। তখন প্রায় দুই-তৃতীয়াংশ প্রবালপ্রাচীর ঝুঁকির মধ্যে পড়েছিল। সাম্প্রতিক ব্লিচিংয়ের ঘটনা ২০২৩ সালে শুরু হয়েছে। কখন শেষ হবে তা এখনো স্পষ্ট নয়।

ইন্টারন্যাশনাল কোরাল রিফ সোসাইটির সচিব মার্ক ইকিন বলেন, ‘ব্লিচিংয়ের এমন ঘটনা বিশ্বব্যাপী ঘটেছে। এমন তাপমাত্রার ঘটনা এর আগে দেখা যায়নি। আমরা এমন কিছু দেখছি, যা আমাদের গ্রহের চেহারা ও মহাসাগরের জীবন–জীবিকা টিকিয়ে রাখার ক্ষমতাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিচ্ছে।’

২০২৪ সাল ছিল পৃথিবীর উষ্ণতম বছরের একটি। উষ্ণতার কারণে বেশির ভাগ তাপ সমুদ্রে প্রবেশ করেছে। মেরু অঞ্চল থেকে দূরে সমুদ্রের গড় বার্ষিক পৃষ্ঠের তাপমাত্রা ছিল রেকর্ড ২০.

৮৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা প্রবালের জন্য মারাত্মক। এতে সামুদ্রিক খাদ্য উৎপাদন ক্ষমতা ও উপকূলরেখার ক্ষয় বাড়বে। প্রবালপ্রাচীরকে সমুদ্রের বনভূমি বলা হয়। এসব বনভূমিতে নানা ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। প্রায় ২৫ ভাগ সামুদ্রিক প্রজাতি প্রবালপ্রাচীর এলাকায় বসবাস করে। তাপমাত্রা বাড়ার কারণে এসব এলাকার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রবাল উজ্জ্বল রং ধারণ করে ভেতরে বসবাসকারী রঙিন শৈবালের কারণে। দীর্ঘস্থায়ী উষ্ণতা শৈবালকে বিষাক্ত যৌগ নিঃসরণ করতে বাধ্য করে। এতে ফ্যাকাশে সাদা কঙ্কালের মতো হয়ে যায় প্রবালপ্রাচীর।

সূত্র: এপি

আরও পড়ুনপ্রবালপ্রাচীর রক্ষায় অভিনব উদ্যোগ  ২১ মার্চ ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তির শর্ত প্রস্তুত, আজ থেকে আলোচনা

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, এই বাণিজ্য চুক্তির টার্মস অব রেফারেন্স বা চুক্তির শর্তাবলি ঠিক হয়ে গেছে।

হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, এই টার্মস অব রেফারেন্সে শুল্ক, অশুল্ক বাধা, উৎস বিধি ও শুল্কায়ন সহজীকরণ—সবকিছুই আমলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এখন ভারত সফরে আছেন। তাঁর এই সফরের মধ্যেই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির টার্মস অব রেফারেন্স বা শর্তাবলি নির্ধারণ করা হলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ভারতের শুল্কনীতির সমালোচনা করেছেন। তিনি একাধিকবার ভারতকে শুল্কের রাজা আখ্যা দিয়েছেন। এই বাস্তবতায় গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্রে সফরের পর বা এমনকি তার আগে থেকেই ভারত যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের হার যৌক্তিককরণের উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্রের দাবি, ভারতে তাদের পণ্যে গড় শুল্কহার ১৭ শতাংশ; বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর মধ্যে এই শুল্কহার অন্যতম সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেছেন, চলমান আলোচনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কে ভারসাম্য ও পারস্পরিক সমঝোতা অর্জন করা সম্ভব। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্য যেমন নতুন বাজারে প্রবেশাধিকার পাবে, তেমনি যেসব অন্যায় আচরণের কারণে যুক্তরাষ্ট্রের শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেসব অন্যায় আমলে নেওয়া সম্ভব হবে।

জেমিসন আরও বলেন, এই আলোচনায় ভারত গঠনমূলকভাবে অংশ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্র চায়, উভয় দেশেই শ্রমিক, কৃষক ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হোক।

ওয়াশিংটনে আজ শুরু হচ্ছে বাণিজ্য আলোচনা

আজ বুধবার থেকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল। ইকোনমিক টাইমস জানিয়েছে, এই আলোচনার কেন্দ্রে থাকবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক। এই দুই পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত ১২ মার্চ ভারতসহ বিশ্বের সব দেশের পণ্যে এই শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির পরিমাণ ছিল ৪৫ কোটি ডলার।

দিল্লি জানিয়েছে, ২০১৮ সালে ট্রাম্পের প্রথম জমানায় জাতীয় নিরাপত্তার কথা বলে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে যথাক্রমে ২৫ ও ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ২০১৯ সালের জুনে ভারতও কাঠবাদামসহ যুক্তরাষ্ট্রের ২৮টি পণ্যে শুল্ক আরোপ করে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানায় দিল্লি। ২০২০ সালে আপসের মাধ্যমে এই বিবাদের মীমাংসার সিদ্ধান্ত নেয় দুই দেশ। শুল্ক প্রত্যাহার করে উভয় পক্ষই। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় ইস্পাত ও অ্যালুমিনিয়াম প্রবেশের অনুমতি পায়। কিন্তু ট্রাম্প প্রশাসন আবার এই দুই ধাতুতে শুল্ক আরোপ করেছে।

শুল্ক থেকে বাঁচতে যা যা করেছে ভারত

ট্রাম্পের পাল্টা শুল্কের হাত থেকে বাঁচতে ভারত শুরু থেকেই তৎপর। তারা জানত, যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমানো না হলে তাদের অবস্থাও চীনের মতো হতে পারত। সে জন্য তারা আগে থেকেই কর হ্রাসসহ নানাবিধ উদ্যোগ নেয়।

যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য যেমন কাঠবাদাম ও ক্র্যানবেরিতে তারা আগেও শুল্ক কমিয়েছে। চলতি বছরের মার্চে তারা এসব পণ্যে আরও শুল্ক হ্রাসের প্রস্তাব দেয়। রয়টার্সের আরেক সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের মধ্যে ৫৫ শতাংশের ওপর শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত।

৬ মার্চ লোকসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতে গড় আমদানি শুল্ক কমিয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ করা হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এক প্রশ্নের জবাবে জানান, ২০২৩ সালে ভারতের সরল গড় শুল্কহার ছিল ১৭ শতাংশ। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটের পর সরল গড় শিল্প শুল্ক ১০ দশমিক ৬৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সম্প্রতি লোকসভায় অর্থ বিল পাসের সময় ইন্টারনেটে বিজ্ঞাপন দেওয়ার জন্য যে ৬ শতাংশ করারোপ করা হতো, সেটাও তুলে নেওয়া হয়েছে। মূলত ইলন মাস্কের এক্স, গুগল ও মেটার ওপর এই শুল্ক আরোপ করা হতো। বার্তা পরিষ্কার, সুর নরম করেছে নয়াদিল্লি।

এ ছাড়া চলতি বছরের বাজেটে যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলে শুল্ক হ্রাস করে ভারত। তখন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড হারলে ডেভিডসনের আমদানিতে ভারত আরও ১০ শতাংশ শুল্ক হ্রাস করে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারত হারলে ডেভিডসনের ওপর ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। এবারের বাজেটে যা আরও কিছুটা কমানো হয়।

২০২১-২২ অর্থবছর থেকে শুরু করে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত ছিল ৪১ দশমিক ১৮ বিলিয়ন বা ৪ হাজার ১৮০ কোটি ডলার; আগের কয়েক বছরের তুলনায় যা বেশি। এই ক্রমবর্ধমান বাণিজ্যঘাটতি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

সম্পর্কিত নিবন্ধ

  • গৃহকর নিয়ে প্রশাসকের সঙ্গে বাসিন্দাদের হট্টগোল
  • রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে
  • ফুটবলার মোরসালিনের বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর মামলা প্রত্যাহার
  • আইপিডিসি ফাইন্যান্সের এজিএমের সময় পরিবর্তন
  • অর্থ উপদেষ্টার কাছে হিমায়িত মৎস্য রপ্তানিকারকদের ৬ দাবি
  • যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তির শর্ত প্রস্তুত, আজ থেকে আলোচনা
  • বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • বাটা সুর ৪৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • রাষ্ট্র পাপ করলে রক্ত দিয়ে পরিস্কার করতে হয়: ব্যারিস্টার ফুয়াদ