রোনালদোর মালিকানাধীন দল রিয়াল ভায়াদোলিদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ গোলে হেরে লা লিগা থেকে অবনমিত হয়েছে। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় গত সাত বছরে এটি ভায়াদোলিদের তৃতীয় অবনমন।
ভায়াদোলিদের সমর্থকদের তীব্র সমালোচনার মুখে শোনা যাচ্ছে, রোনালদো ক্লাবটি বিক্রি করার আলোচনা চালাচ্ছেন। সমর্থকদের মতে, ব্রাজিলিয়ান তারকা ক্লাবের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ কাজে অনুপস্থিত থেকেছেন।
আরো পড়ুন:
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
বড় ধাক্কা বার্সেলোনায়
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতে হেরেছে। গোল পার্থক্য দাঁড়িয়েছে মাইনাস ৫৭।
বেটিসের বিপক্ষে এই বড় হারের মধ্য দিয়ে ভায়াদোলিদের লা লিগা অধ্যায় আপাতত শেষ হলো। এউ অস্থির মৌসুমে তারা দুইজন কোচকে বরখাস্ত করেছে। ফেব্রুয়ারিতে সাবেক ভায়াদোলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেওয়ার আগে দিয়েগো কোক্কা ও পাওলো পেজোলানোকে ছাঁটাই করা হয়। ভায়াদোলিদ ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে উভয়বারই পরের মৌসুমে শীর্ষ লা লিগায় ফিরে এসেছিল।
রুবিও ম্যাচ শেষে জানান, “অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলতে পারিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে, আমরা ঠিকভাবে কিছু করতে পারিনি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং মর্যাদার সঙ্গে মৌসুম শেষ করতে হবে।”
ঘরের মাঠ বেনিত ভিয়ামারিয়াতে বেতিস বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে অবনমনের বাকি দুইটি স্থান এখনো নিশ্চিত হয়নি। ১৯তম স্থানে স্থানে থাকা লেগানেস বৃহস্পতিবার গিরোনার বিপক্ষে স্টপেজ টাইমে মুনির এল হাদ্দাদির গোলে ১-১ ড্র করে এক পয়েন্ট পেয়েছে। লেগানেস ১৯তম মিনিট থেকে এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে। তারা এখন ১৮তম স্থানে থাকা লাস পালমাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে। অবনমন অঞ্চলের বাইরে থাকা আলাভেসের থেকে চার পয়েন্ট দূরে।
সেভিয়া ১৫তম স্থানে রয়েছে, তারা ১-০ ব্যবধানে হেরেছে অষ্টম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে। যারা ৩২তম মিনিট থেকে এক খেলোয়াড় বেশি নিয়ে খেলেছে। টানা নয় ম্যাচে জয়হীন থাকার পর ওসাসুনা এখন টানা তিনটি ম্যাচ জিতেছে। অন্যদিকে সেভিয়া টানা ছয় ম্যাচে জয় পায়নি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিপিএলে টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন, পড়ে গেল পারটেক্স
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব পরিষ্কার সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল। জিতলে পরের মৌসুমে ডিপিএলে খেলার সুযোগ হারলে নিচের ধাপে অবনমন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির নামও ছিল ‘রেলিগেশন ম্যাচ’। ওই লড়াইয়ে ১১৩ রানে জিতে প্রিমিয়ারে টিকে থাকল ব্রাদার্স ইউনিয়ন। অবনমন হলো পারটেক্সের।
গতকালের ম্যাচে ব্রাদার্স ৯ উইকেটে ২৯৪ রান তোলে। দলটির দুই ওপেনার ২৪.৩ ওভারে ১২০ রানের জুটি দেন। অধিনায়ক মাইশুকুর রহমান সাত চারের শটে ৫০ রান করে ফিরে যান। অন্য ওপেনার মাহফিজুল ইসলাম ৯৭ বলে ৯৮ রানের ইনিংস খেলেন। সেঞ্চুরি মিসের হতাশায় ডোবেন ১০ চার ও পাঁচ ছক্কা মারা এই ব্যাটার।
তার ওই ইনিংসে ভর করে বড় রান তোলে ব্রাদার্স। মিডল অর্ডারে ভূমিকা রাখেন মিজানুর রহমান ও আইস মোল্লা। এর মধ্যে মিজানুর ৪৪ বলে ৪২ ও আইস ৪৩ বলে ৪৮ রান যোগ করেন। জবাব দিতে নেমে পারটেক্স ৩৭.১ ওভারে ১৮১ রান করে অলআউট হয়। দলটির ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার আদিল ৭৪ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। নয়টি চার ও দুটি ছক্কা মারেন। মিডলে আহরার আমিন ৩৩ রান যোগ করেন।
ব্রাদার্সের হয়ে রাকিবুল আতিক ও অভিজ্ঞ অলক কাপালি বল হাতে দারুণ করেছেন। রাকিবুল ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। অলক ৮ ওভারে ৪৭ রান খরচা করে নেন ৩ উইকেট। সালাউদ্দিন শাকিল নেন ২ উইকেট। পারটেক্সের আলাউদ্দিন বাবু, শহিদুল ইসলাম ও ইয়াসিন মুনতাসির দুটি করে উইকেট নেন।