চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চে ২০৯ কোটি টাকা মুনাফা করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পর্ষদ সভা শেষে ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মুনাফার এই তথ্য জানানো হয়।

প্রাইম ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালে প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের নিট মুনাফা হয় ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৭৭ কোটি টাকা বা প্রায় ৫৯ শতাংশ বেড়েছে। গত মার্চে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ১৬ পয়সা।

প্রাইম ব্যাংক আরও জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ৭২ টাকা। গত মার্চে প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা ঋণাত্মক।

প্রাইম ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে সব মিলিয়ে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৩৩ কোটি টাকা। এই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ২ শতাংশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর র প রথম প র ন ত ক প রথম প র ন ত ক শ ষ র পর ম ণ

এছাড়াও পড়ুন:

সরকার শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে: প্রেস সচিব

দেশের কারখানাগুলোয় স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার কাতারের দোহায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তাঁরা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরকালে কাতার এনার্জির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের কারখানাগুলোয় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনালটি স্থাপন করা হবে।

প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তাঁর প্রেস সচিব বলেন, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলবেন, এটি সবচেয়ে সফল ও অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর একটি।

শফিকুল আলম আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।

দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে।

অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

সম্পর্কিত নিবন্ধ