কর্মকর্তার বিরুদ্ধে টাকা আদায়, দুর্ব্যবহারের অভিযোগ
Published: 25th, April 2025 GMT
ময়মনসিংহ টিসিবির আঞ্চলিক কার্যালয়ের গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধে টাকা আদায় ও ডিলারদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুন মাসে যোগদানের পর থেকেই গুদাম কর্মকর্তা মাহমুদুল ক্ষমতার অপব্যবহার করে ডিলারদের মালপত্র আটকে রাখা, গাড়ি চালকদের অকারণে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখাসহ বিভিন্ন সময় তাদের লাঞ্ছিত করেছেন।
যোগদানের কিছু দিন পরই মেসার্স আকিক এন্টারপ্রাইজের মালিক সাহিল আহমেদ আকিকের সঙ্গে গুদাম কর্মকর্তা তুচ্ছ কারণে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় সমালোচনা শুরু হলে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা ডিলারদের সঙ্গে মীমাংসার জন্য বৈঠকে বসলে আর এ রকম ঘটনা ঘটাবেন না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
ময়মনসিংহ সদরের মাহিন স্টোরের মালিক মিনহাজ বলেন, ‘গুদাম কর্মকর্তা সামান্য বিষয় নিয়ে ডিলারদের গালাগাল করেন। আমরা তো তাঁর চাকরি করি না। আমাদের প্রায় ডিলার ময়মনসিংহ শহরের বাইরের বিভিন্ন উপজেলার ও জামালপুর জেলার। গুদাম কর্মকর্তার এমন আচরণ সহ্য করা যাচ্ছে না। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছি।’
হালুয়াঘাটের ব্যবসায়ী তামান্না এন্টারপ্রাইজের মালিক মোস্তফা কামাল জানান, মাহমুদুল নামে এই গুদাম কর্মকর্তা খুবই নিকৃষ্ট প্রকৃতির লোক। ডিলাররা তাঁর রুমে গিয়ে সালাম দিলেও তিনি উত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে রুম থেকে বের করে দেন। ডিলারদের প্রত্যেক ট্রাকচালকের কাছ থেকে তাঁর লোক দিয়ে ৫০ টাকা করে নেন। পণ্য বোঝাই করতে গেলেই তাঁর কর্মচারী খায়রুলের মাধ্যমে প্রতিবার ডিলারদের কাছ থেকে ২০০ টাকা করে নেন। এর পরও দুর্ব্যবহার করেন।
সানকিপাড়া এলাকার জান্নাত বীজ ভাণ্ডারের মালিক ও নারী উদ্যোক্তা পিংকি ক্ষোভ প্রকাশ করে সমকালকে বলেন, ‘মাহমুদুল নারীদের অসম্মান করে কথা বলেন। কয়েকদিন আগে তাঁর অফিসে আমাকে মানহানিকর কথা বলেন। পরে আমি বিষয়টি নিয়ে মামলা করতে চাইলে অফিসপ্রধান তাঁকে ডেকে নিয়ে শাসিয়েছেন।’
এসব অভিযোগের বিষয়ে টিসিবি ময়মনসিংহের অফিসপ্রধান জামাল উদ্দিন আহমেদের ভাষ্য, গুদাম কর্মকর্তার বিরুদ্ধে আগেও অনেকবার অভিযোগ পেয়েছেন। শেষবারের মতো তাঁকে ডেকে এনে ভালোভাবে বুঝিয়ে বলবেন যাতে তাঁর আচরণ ঠিক করে। এসব নিয়ে নিউজ হলে মানসম্মান থাকবে না।
অভিযোগের বিষয়ে টিসিবির গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসানের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। পরে কথা হয় ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সঙ্গে।
তিনি জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ গ দ ম কর মকর ত কর মকর ত র
এছাড়াও পড়ুন:
সেই ময়মনসিংহেই ফেডারেশন কাপের ফাইনালের বাকি ১৫ মিনিট
গতকাল ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। কিন্তু আলোকস্বল্পতায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে স্থগিত হয়ে যায় ম্যাচটি। ফাইনালের বাকি ১৫ মিনিট কবে হবে সেটি জানিয়েছে পেশাদার লিগ কমিটি। আজ বিকেলে বাফুফে ভবনে কমিটির সভা শেষে জানানো হয়, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামেই ২৯ এপ্রিল হবে ম্যাচের বাকি অংশ।
সভা শেষে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলা ময়মনসিংহেই হবে। ২৯ এপ্রিল বেলা সাড়ে তিনটায় দুই দল আবার মাঠে নামবে। এটাই আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। আর ১৫ মিনিটের মধ্যে রেজাল্ট না এলে বাইলজ অনুযায়ী টাইব্রেকারে ফল নির্ধারণ হবে।’
ঘরোয়া ক্রিকেট ও হকিতে আলোকস্বল্পতার কারণে ম্যাচ স্থগিত কিংবা পরদিন খেলা গড়ানোর ঘটনা থাকলেও ফুটবলের ইতিহাসে এমন কিছু আগে ঘটেছে কি না, মনে করতে পারেননি কেউ।
কালবৈশাখী ঝড়ে মাঝপথে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ম্যাচ