বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম নগরে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ‘সর্বস্তরের সুন্নি জনতার’ ব্যানারে নগরের শুলকবহর এলাকায় সড়ক অবরোধ করে সুন্নি জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করা হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ‍্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি হওয়ার কথা। তবে সেটির অনুমতি দেওয়া হয়নি। তার প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে শুলকবহর এলাকায় গিয়ে দেখা যায়, সিডিএ অ্যাভিনিউ সড়কের ওপর ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। তাঁরা সিডিএ অ্যাভিনিউ সড়কের শুলকবহর অংশ বন্ধ করে রেখেছেন। এ ছাড়া আখতারুজ্জামান উড়ালসড়কও বন্ধ করে রাখা হয়েছে।

আন্দোলনকারীদের ভাষ্য, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ রাস্তায় থাকবেন। তাঁদের অন্যতম দাবি ঢাকায় কর্মসূচির অনুমতি। মো.

ওমর নামের একজন বলেন, ফিলিস্তিনের মুক্তির দাবিতে ঢাকায় বৃহৎ কর্মসূচি ছিল। সেটি অনুমতি না দেওয়ায় গণপ্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে অবরোধের কারণে সিডিএ অ্যাভিনিউ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নগরের বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেটসহ আশপাশের এলাকার সড়ক কার্যত অচল হয়ে পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

পরে রাত একটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার উপকমিটির সদস্য মাওলানা মুহাম্মদ এনাম রেজা প্রথম আলোকে বলেন, ‘আমাদের আজকের কর্মসূচি শেষ। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টার মধ্যে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনের অনুমতি না দিলে জুমার পর নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হবে।’

অবরোধের বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ধ কর র এল ক

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে শুলকবহর এলাকায় সড়ক অবরোধ, পরে প্রত্যাহার

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম নগরে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ‘সর্বস্তরের সুন্নি জনতার’ ব্যানারে নগরের শুলকবহর এলাকায় সড়ক অবরোধ করে সুন্নি জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করা হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ‍্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি হওয়ার কথা। তবে সেটির অনুমতি দেওয়া হয়নি। তার প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে শুলকবহর এলাকায় গিয়ে দেখা যায়, সিডিএ অ্যাভিনিউ সড়কের ওপর ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। তাঁরা সিডিএ অ্যাভিনিউ সড়কের শুলকবহর অংশ বন্ধ করে রেখেছেন। এ ছাড়া আখতারুজ্জামান উড়ালসড়কও বন্ধ করে রাখা হয়েছে।

আন্দোলনকারীদের ভাষ্য, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ রাস্তায় থাকবেন। তাঁদের অন্যতম দাবি ঢাকায় কর্মসূচির অনুমতি। মো. ওমর নামের একজন বলেন, ফিলিস্তিনের মুক্তির দাবিতে ঢাকায় বৃহৎ কর্মসূচি ছিল। সেটি অনুমতি না দেওয়ায় গণপ্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে অবরোধের কারণে সিডিএ অ্যাভিনিউ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নগরের বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেটসহ আশপাশের এলাকার সড়ক কার্যত অচল হয়ে পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

পরে রাত একটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার উপকমিটির সদস্য মাওলানা মুহাম্মদ এনাম রেজা প্রথম আলোকে বলেন, ‘আমাদের আজকের কর্মসূচি শেষ। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টার মধ্যে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনের অনুমতি না দিলে জুমার পর নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হবে।’

অবরোধের বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ